আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াঃ যে বিক্রিয়ায় কোন যৌগের দুই অংশ
আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ার অনুরূপ।
আবার আর্দ্রবিশ্লেষন বিক্রিয়ায় উৎপন্ন যৌগের অধঃক্ষেপ পড়ে এ কারণে একে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।
যেমনঃ অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl₃) যৌগের দুই প্রান্ত একটি অ্যালুমিনিয়াম আয়ন (Al³+) ও অপর প্রান্ত ক্লোরাইড আয়ন (Cl-). অ্যালুমিনিয়াম আয়নের সাথে পানির ঋণাত্মক প্রান্ত হাইড্রোক্সিল আয়ন
(-OH) যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড Al(OH)₃ এর অধঃক্ষেপ উৎপন্ন করে।
অপরদিকে ক্লোরাইড আয়নের সাথে পানির ধনাত্মক আয়ন (H+) যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড (HCl) গঠন করে।
AlCl₃(aq) +3H₂O(l) —–> Al(OH)₃ (s) + HCl
Leave a comment