আয়নের বৈশিষ্ট্য কি?

কোন মৌলের পরমাণু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধনাত্মক বা ঋণাত্মক আধান প্রাপ্ত হয়। এই ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে। আয়ন ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে।
আয়নের বৈশিষ্ট্য নিম্নরূপঃ

১. ইলেকট্রন আদান- প্রদানের মাধ্যমে আয়নের   সৃষ্টি হয়।

২. আয়ন তড়িৎ চার্জ যুক্ত পরমাণু বা পরমাণুর সমষ্টি।

৩. আয়নে চার্জ নিরপেক্ষ পরমাণু অপেক্ষা ইলেকট্রন কম বা বেশি থাকে।

৪. ধনাত্মক আয়ন নিউক্লিয়াসের প্রোটন অপেক্ষা বাইরে শক্তিস্তরে ইলেকট্রন কম থাকে।

৫. ঋণাত্মক আয়ন প্রোটন অপেক্ষা ইলেকট্রন বেশি থাকে।

৬. তড়িৎ পরিবহনের সময় দ্রবণে আয়ন স্থান পরিবর্তন করে।