দুটি বিপরীত আধান পরস্পরের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে আয়নিক যৌগ গঠন করে। কঠিন অবস্থায় আয়নিক যৌগ কেলাস গঠন করে থাকে। কেলাস অবস্থায় প্রতিটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং প্রতিটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা পরিবেষ্টিত থাকে।
যেমনঃ সোডিয়াম ক্লোরাইড এর কেলাস গঠনে প্রতিটি সোডিয়াম আয়ন, ছয়টি ক্লোরাইড আয়ন দ্বারা এবং প্রতিটি ক্লোরাইড আয়ন, ছয়টি সোডিয়াম আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে।
কঠিন অবস্থায় আয়নিক যৌগের কোন আয়নের স্থানান্তর সম্ভব নয় বলে বিদ্যুৎ পরিবহন করে না।
Leave a comment