আয়নিক যৌগের বৈশিষ্ট্য নিম্নরূপঃ

  •  আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুব বেশি।
  • আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত এবং দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে।
  • আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয়।
  •  অপোলার দ্রাবকে আয়নিক যৌগ দ্রবীভূত হয় না।
  • আয়নিক যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান থাকে।
  •  ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে আয়নিক যৌগ গঠিত হয়।
  •  সকল আয়নিক যৌগে প্রতিটি আয়ন তার চতুর্দিকে বিপরীত আধানযুক্ত আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে।