রাসায়নিক বিশ্লেষণে কোন নমুনার নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করে তার সাথে অপর কোনো নির্দিষ্ট আয়তনের দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে নমুনা পদার্থটির ঘনমাত্রা বা মোল পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে আয়তনিক বিশ্লেষণ বলে।

 

জারন-বিজারন টাইট্রেশন বা অম্ল- ক্ষার টাইট্রেশন বিক্রিয়ায় আয়তনিক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়।