রাসায়নিক বিশ্লেষণী পদ্ধতিতে বিভিন্ন বিশ্লেষণী কাজে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো বোরো সিলিকেট কাঁচের (পাইরেক্স কাঁচ) তৈরি হায়। এই কাঁচগুলো খুব শক্ত এবং তাপরোধী হয়।
আয়তনিক বিশ্লেষণে যেসব কাঁচের যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা নিম্নরূপঃ
১. ব্যুরেট
২. পিপেট
৩. কনিক্যাল ফ্লাস্ক
৪. বিকার
৫. আয়তনিক ফ্লাস্ক
৬. মেজারিং সিলিন্ডার
৭. ফানেল
৮.ওয়াস বোতল ইত্যাদি।
Leave a comment