প্রশ্নঃ আপীল চলাকালীন সময়ে আপীলকারীর মৃত্যু হলে আপীলের কি অবস্থা হয়?
উত্তরঃ আপীল চলাকালীন অবস্থায় আপীলকারীর মৃত্যুঃ অর্থদণ্ডের বিরুদ্ধে আপীল ব্যতীত অন্যান্য আপীলের ক্ষেত্রে আপীলকারীর মৃত্যু হলে ফৌজদারী কার্যবিধির ৪৩১ ধারা অনুযায়ী মামলাটি রদ হয়ে যাবে। অর্থদণ্ডের বিরুদ্ধে ফৌজদারী আপীলের ক্ষেত্রে আপীলকারীর মৃত্যুতে আপীল মামলা রদ হয় না। [22 DLR 244]
Leave a comment