প্রশ্নঃ আন্তর্জাতিক আইনকে প্রকৃত আইন বলা হয় কী?

অথবা, আন্তর্জাতিক আইনকে প্রকৃত আইন বলা হয় কী? যুক্তি দাও।

ভূমিকাঃ রাজনীতি অধ্যয়নে আন্তর্জাতিক আইন একটি গুরুত্বপূর্ণ উপাদান। যে সকল নিয়ম-কানুন সভ্য রাষ্ট্রসমূহের পারস্পরিক ব্যবহারকে নিয়ন্ত্রণ করে, সাধারণভাবে সেগুলােকে আন্তর্জাতিক আইন বলে। আন্তর্জাতিক আইন কোনাে সার্বভৌমের আদেশ নয়, এ কারণে এটি আইন কিনা এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বিরােধ রয়েছে।

আন্তর্জাতিক আইনকে প্রকৃত আইন কিনাঃ নিম্নে এ বিষয়ে সংক্ষিপ্ত আলােচনা করা হলাে-

আন্তর্জাতিক আইন প্রকৃত পক্ষে আইনঃ এ বিষয়ে যারা একমত পােষণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলাে অধ্যাপক হল, গিলক্রাইষ্ট, ওপেনহেইস, লরেন্সসহ খ্যাতনামা প্রমুখ আইনবিদগণ। তাদের মতে, আন্তর্জাতিক আইন অবশ্যই সাধারণ আইনের মর্যাদাসম্পন্ন আইন। নিম্নে তাদের যুক্তি দেয়া হলাে-

রাষ্ট্রের আইনসভা কর্তৃক আন্তর্জাতিক আইনের প্রতি স্বীকৃতিঃ কোনাে কোনাে রাষ্ট্রের আইনসভা আন্তর্জাতিক আইনকে কার্যকরী করার জন্য আইনসভায় বিভিন্ন আইন পাশ করে থাকে। তাই রাষ্ট্রীয় স্বীকৃতি লাভের পর আন্তর্জাতিক আইনকে অবশ্যই আইন বলা যায়।

বিশ্ব জনমতের সমর্থনঃ জনমত আইনের অন্যতম উৎস। আন্তর্জাতিক আইনের পেছনে বিশ্ব জনমতের দৃঢ় সমর্থন রয়েছে। অতএব, আন্তর্জাতিক আইনকে আইন না বলার কোনাে কারণ নেই।

জাতিসংঘের মানবাধিকার ঘােষণাঃ জাতিসংঘের মানবাধিকার ঘােষণা ব্যক্তিকে আন্তর্জাতিক আইনের অধীনে আনয়ন করার ও তাকে তার নিজেস্ব সরকারের বিরুদ্ধে অধিকার দানের প্রথম পদক্ষেপ হিসাবে ভূমিকা পালন করেছে। সুতরাং আন্তজাতিক আইন আহনের অন্তর্ভুক্ত।

আন্তর্জাতিক আইন প্রকৃতপক্ষে আইন নয়ঃ এ বিষয়ে যারা একমত পােষণ করেছেন তাদের মধ্যে হলেন রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন, অধ্যাপক হল্যান্ড, লর্ড স্যালিসবারিসহ আরও অনেকে। এদের মতে, আন্তর্জাতিক আইনকে বড় জোর আন্তর্জাতিক ন্যায়নীতি বলা যেতে পারে, কেননা এর পেছনে সার্বভৌম ক্ষমতার সমর্থন নেই।

সার্বভৌম শক্তির অনুমােদনই নাইঃ আন্তর্জাতিক আইনের পেছনে সার্বভৌম শক্তির কোনাে অনুমােদন নাই। সুতরাং আন্তর্জাতিক আইন, আইন না।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে শাস্তি হয় নাঃ আন্তর্জাতিক আইন মান্য করা আবশ্যক নয়। আন্তর্জাতিক আইন অমান্য করলে আইন অমান্যকারীর কোনাে শাস্তি হয় না। তাই আন্তর্জাতিক আইনকে আইন বলা যায় না।

অসম্পূর্ণঃ রাষ্ট্রসমূহের সম্মতির ওপরে আন্তর্জাতিক আইনের বৈধতা নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক আইনের অনুমােদন আংশিক ও অসম্পূর্ণ। অধ্যাপক লাস্কির মতে, বর্তমানকালের রাষ্ট্রব্যবস্থায় শ্রেণি সম্পর্কের আবর্তে আন্তর্জাতিক আইনকে বলবৎ করা অসম্ভব।

পরিশেষঃ পরিশেষে বলা যায়, বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি ও অসম্পূর্ণতা থাকা সত্ত্বেও, আন্তর্জাতিক আইনের নীতিসমূহ আইনভিত্তিক যুক্তির ওপর প্রতিষ্ঠিত। এগুলাে আস্তে আস্তে আইনসংগত রূপ ও পদ্ধতি গ্রহণ করেছে। আন্তর্জাতিক নৈতিকতার স্তর অতিক্রম করে তা আইনের পর্যায়ভুক্ত হতে চলেছে। যাই হােক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা আন্তর্জাতিক আইনকে আইন হিসেবে স্বীকৃতি দিয়েছেন।