প্রশ্নঃ আধুনিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষাকবচগুলাে সংক্ষেপে বর্ণনা কর।

অথবা, আধুনিক রাষ্ট্রে স্বাধীনতা রক্ষার উপায়সমূহ সংক্ষেপে আলােচনা কর।

ভূমিকাঃ ‘স্বাধীনতা’ শব্দের ব্যুৎপত্তি স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ Liberty শব্দ Liber হতে গৃহীত। এটি আবার Libertinus হতে উদ্ভূত, যার অর্থ a freed man বা মুক্তিপ্রাপ্ত ক্রীতদাস। আবার স্বাধীন শব্দটি ভাঙ্গলে স্ব+অধীন পাওয়া যায় অর্থাৎ নিজের অধীনে থাকার নামই স্বাধীনতা।

স্বাধীনতার রক্ষাকবচঃ স্বাধীনতা সভ্য জীবনের জন্য অপরিহার্য কিন্তু এ স্বাধীনতা ভােগের পথে অনেক বাধা-বিপত্তি থাকে। ঐ সমস্ত বাধা-বিপত্তি অপসারণ করে স্বাধীনতা রক্ষা করার কতকগুলাে উপায় আছে। সে উপায়গুলােকে স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়। যেমন-

(১) আইনের অনুশাসনঃ গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রাণকেন্দ্র হচ্ছে আইনের অনুশাসন। আইনের চোখে সবাই সমান ও কেউই আইনের উর্ধ্বে নয়। ধনী-দরিদ্র, উচু-নিচু সকলেই আইনের দৃষ্টিতে সমান। আর এই আইনের অনুশাসন স্বাধীনতাকে সংরক্ষিত রাখতে পারে। তাই লাস্কি বলেন, বিশেষ সুযােগের ব্যবস্থা থাকলে অধিকারের অস্তিত্ব থাকে না।

(২) বিচার বিভাগের স্বাতন্ত্র্য ও নিরপেক্ষতাঃ এটা স্বাধীনতা সংরক্ষণের অন্যতম প্রধান রক্ষাকবচ। স্বাধীনতা রক্ষা করতে হলে বিচারবিভাগকে শাসনবিভাগের নিয়ন্ত্রণ হতে মুক্ত রাখতে হবে। বিচার বিভাগ স্বতন্ত্র্য, স্বাধীন ও নিরপেক্ষ থাকলে কোন নাগরিকের অধিকার ক্ষুন্ন হলে আদালত তার প্রতিকারের ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারে।

(৩) ক্ষমতার বিকেন্দ্রীকরণঃ স্থানীয় স্বায়ত্তশাসনমূলক সংস্থাগুলােকে আঞ্চলিক বিষয়ে ক্ষমতা প্রদান করতে হবে ও এদেরকে কেন্দ্রের দৌরাত্ম্য হতে মুক্ত রেখে আঞ্চলিক স্বায়ত্তশাসন দিতে হবে কেন্দ্রের ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে নাগরিকদের স্বাধীনতাকে সংরক্ষণ করতে হবে।

(৪) শিক্ষার সম্প্রসারণঃ গণচেতনার উল্লেখ করে স্বাধীনতাকে সংরক্ষণ করতে হলে শিক্ষার সম্প্রসারণ অপরিহার্য। তাই মিল বলেন, ‘সর্বজনীন ভােটাধিকারের পূর্বে সর্বজনীন শিক্ষার প্রবর্তন করা উচিত।’ কেননা যে জাতি যত বেশি শিক্ষিত, সে-জাতি ততবেশি উন্নত এবং সে জাতি সবচেয়ে বেশি স্বাধীন। তাই স্বাধীনতা রক্ষাকল্পে শিক্ষার প্রসার ঘটাতে হবে।

(৫) আইনঃ আইন হচ্ছে স্বাধীনতার পূর্বশর্ত ও রক্ষক। আইন আছে বলেই স্বাধীনতা ভােগ করা সম্ভবপর হয়। আইনবিহীন সমাজে স্বাধীনতা স্বেচ্ছাচারিতায় রূপ নেয়। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী লকের মতে, “যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা থাকতে পারে না।”

‘পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, সকল উপাদানই স্বাধীনতা সংরক্ষণে বিরাট ভূমিকা রাখে। তবে সবচেয়ে বড় কথা হল স্বাধীনতা সংরক্ষণ করতে হলে নিজেদের স্বাধীনতা সম্পর্কে নিজেদের সতর্ক থাকতে হবে। লাস্কি ঠিকই বলেছেন, সদা সতর্কতাই স্বাধীনতার মূল লক্ষ্য এবং জনগণের সাহসিকতার মধ্যেই ইহার সাফল্য নিহিত।