আধুনিক বাংলা সাহিত্যের ধারায় গীতিকবিতার উদ্ভব ও বিকাশ ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় পাদে। উনিশ শতকে যে নবজাগরণের সূত্রপাত হয়েছিল তা সাহিত্যের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনয়ন করে। কাব্যের ক্ষেত্রে এ পরিবর্তনের ফলে কাহিনীকাব্য ও গীতিকবিতা নামে দুটি ধারা বিকাশে সহায়ক হয়েছিল। দুটি ধারা পাশাপাশি চললেও গীতিকবিতার ধারাটি টিকে আছে। মধুসূদনের চতুর্দশপদী কবিতায় গীতিকবিতার সুর শোনা গেলেও তাঁর গীতিধর্মী কবিমানস যন্ত্রণাবোধে দগ্ধ এবং তপ্ত জীবনের দুঃখ অভিমানভারে আপ্লুত। তারপরও তাঁর ‘আত্মবিলাপ’ ও ‘বঙ্গভাষা’ কবিতায় গীতিকবিতার প্রথম সার্থক রূপ ফুটে উঠেছে। ঈশ্বরগুপ্তের ২/১টি কবিতায় গীতিকবিতার সুর ধ্বনিত হয়েছে। হেমচন্দ্র বা নবীনচন্দ্রের কবিতায় স্থানে স্থানে কবির নিভৃত ব্যক্তিত্বের পরিচয় উদ্ভাসিত হলেও সমকালীন জীবনের ব্যক্তিচিত্তের বেদনা বা অনুশোচনাবোধের তীব্রতা ফুটে উঠেনি। বিহারীলালই প্রথম কবি যার কাব্যবীণায় আপন মনে সুরের পর সুর সৃষ্টি করেছেন। যে সুর সমকালীন বাংলা সাহিত্যের ক্ষেত্রে সম্পূর্ণ অভিনব এবং যা সম্পূর্ণরূপে কবির মগ্নচৈতন্যের সৃষ্টি। তিনিই আধুনিক বাংলা গীতিকবিতার জনক এবং সচেতন গীতিকবি হিসেবে সর্বজন স্বীকৃত ও নন্দিত। বিহারীলাল রচিত সার্থক ও নন্দিত গীতিকাব্য গ্রন্থগুলো হচ্ছে- সংগীতশতক, নিসর্গ সন্দর্শন, বন্ধুবিয়োগ, প্রেমপ্রবাহিণী, বঙ্গসুন্দরী, সারদামঙ্গল, সাধের আসন প্রভৃতি।
বিহারীলালের পর বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য গীতিকবি হলেন- কৃষ্ণচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ মজুমদার, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ সেন, অক্ষয়কুমার বড়াল, গোবিন্দচন্দ্র দাস, স্বর্ণকুমারী দেবী, গিরীন্দ্রমোহিনী দাসী, মানকুমারী বসু, কামিনী রায় প্রমুখ।
সন্দর্শন’, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ‘স্বপ্নপ্রয়াণ’, অক্ষয়কুমার বড়ালের ‘কবিতাপ্রদীপ’, ‘কনকাঞ্জলি’, ‘ভুল’, ‘এষা’ গোবিন্দচন্দ্র দাসের ‘প্রসূন’, ‘প্রেম ও ফুল’, ‘কুমকুম’, ‘বৈজয়ন্তী’, স্বর্ণকুমারী দেবীর ‘বসন্ত উৎসব’, ‘বিবাহ উৎসব’, মানকুমারী বসুর ‘কুসুমাঞ্জলি’, ‘কনকাঞ্জলি’, কামিনী রায়ের ‘গুঞ্জন’, ‘অশোক সংগীত’ প্রভৃতি উল্লেখযোগ্য। সবশেষে সর্বগ্রাসী রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গীতিকবিতা পূর্ণতা পেয়েছে। তাঁর ‘প্রভাতসংগীত’, ‘সন্ধ্যাসংগীত’, ‘কড়ি ও কোমল’, ‘ছবি ও গান’, ‘মানসী’, ‘খেয়া’, ‘সোনার তরী’, ‘নৈবদ্য’ প্রভৃতি কাব্য বাংলা গীতিকবিতার ধারাকে সমৃদ্ধ ও পূর্ণতা দান করেছে।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।
Leave a comment