প্রশ্নঃ 
আদালতের আইন অনুযায়ী বিচার করার দায়িত্ব কি আইনানুগ বা নৈতিক? আলোচনা কর।

আদালতের আইন অনুযায়ী বিচার করার দায়িত্ব আইনানুগ নাকি নৈতিকঃ আদালত আইন দ্বারা সৃষ্ট এবং আইনের বিধান দ্বারা পরিচালিত। আদালতের আইন অনুযায়ী বিচার করার দায়িত্ব আইনানুগ। আইন ও নৈতিকতার মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।

আইন ও নৈতিকতার মধ্যে সম্পর্ক এমন নিবিড় যে, অনেক ক্ষেত্রেই একটিকে অপরটি হতে পৃথক করা যায় না এবং তারা প্রায়ই পাশাপাশি চলে। এতদসত্ত্বেও এদের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্যগুলি নিম্নরূপঃ

(১) আইন হচ্ছে সামাজিক জীব হিসেবে মানুষের বাহ্যিক আচরণের নিয়ন্ত্রণ বিধি। নৈতিকতা হচ্ছে মানুষ হিসেবে আচরণের আদর্শ। 

(২) সামাজিক মূল্যবোধই হচ্ছে আইনের দিক নির্দেশনার ভিত্তি। অন্যের অধিকারে হস্তক্ষেপ করা বা অন্যের ক্ষতি না করা কিংবা প্রণীত আইন লংঘন না করা আইনের নির্দেশ যা সামাজিক মূল্যবোধ হতে উদ্ভূত। পক্ষান্তরে, নৈতিক মূল্যবোধই হচ্ছে নৈতিক আদর্শের দিক নির্দেশনা যা নীতিবোধ বা আদর্শ হতে উদ্ভূত। অন্যের ক্ষতি না করে বরং উপকার করা নৈতিকতার নির্দেশ।

(৩) দেশের ও জনগণের মঙ্গল ও শান্তি প্রতিষ্ঠা হচ্ছে আইনের লক্ষ্য; কিন্তু নৈতিকতা মূলতঃ বিবেক-প্ৰসূত যুক্তি ও আবেগ যার লক্ষ্য বন্ধুত্ব ও সৌহার্দ স্থাপন।

(৪) রাষ্ট্র কর্তৃক আইন বলবৎ করা হয়। তাই এক্ষেত্রে শক্তি প্রয়োগ করা হয় এবং আইন ভঙ্গকারীকে শাস্তি পেতে হয়। অপরদিকে, মানুষের বিবেক বা বিবেকের তাগিদই নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করে। সেখানে বলপ্রয়োগ বা শাস্তির ব্যবস্থা নেই।

(৫) অধিকার, কর্তব্য ও প্রায়োগিক শক্তির প্রাধান্য আইনের অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে। কিন্তু নৈতিকতার উপাদানগুলি হচ্ছে, সততা, সদাচার, ন্যায়পরায়ণতা, পরোপকার ইত্যাদি।

(৬) আইন মূলতঃ আইনসভা কর্তৃক প্রণীত হয়ে থাকে এবং প্রয়োজনবোধে পরিবর্তন করা হয়ে থাকে। কিন্তু নৈতিকতা যেহেতু মানুষের আদর্শ ভিত্তিক এবং বিবেক নির্দেশিত সেহেতু ইহা আইন প্রণয়নের মাধ্যমে সৃষ্টি করা যায় না বা পরিবর্তন করা যায় না।

(৭) আইন যেহেতু সামাজিক মূল্যবোধের প্রতি লক্ষ্য রেখে রাষ্ট্রের একটি অঙ্গ কর্তৃক প্রণীত হয়ে থাকে এবং অপর অঙ্গ কর্তৃক বলবৎ করা হয় সেহেতু বিভিন্ন দেশের আইনবিভিন্ন হতে পারে। কিন্তু নৈতিকতা যেহেতু নৈতিক মূল্যবোধ হতে উদ্ভূত, সকল দেশেই ইহা মোটামুটি একই ধরনের বা মানের থাকে।

(৮) আইনগত বিরোধগুলি আদালত কর্তৃক আইনের বিধান অনুসারে নিষ্পত্তি হয়ে থাকে, কিন্তু, নৈতিকতার মাঝে সাধারণত কোন বিরোধ থাকে না এবং আইনগত ভিত্তি ব্যতিরেকে এককভাবে নৈতিক আইন ভঙ্গ করলে তা আদালত কর্তৃক মীমাংসাযোগ্য নয়৷