উদাহরণঃ ১.
একটি যৌগে H = 6.67% ;
প্রতিটি মৌলের শতকরা সংযুতিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি।
C = 40 / 12 = 3.33
O = 53.33 / 16 = 3.33
H = 6.67 / 3.33 = 2
C = 3.33 / 3.33 = 1
O = 3.33 / 3.33 = 1
যৌগটির উপাদান মৌল C,H,O এদের অনুপাত যথাক্রমে 1:2:1
এখানে, বাষ্প ঘনত্ব দেওয়া আছে।
আণবিক ভর = বাষ্প ঘনত্ব x 2
= 90 x 2 = 180
যৌগটির আণবিক সংকেত = (CH₂O)n
যৌগটির আণবিক ভর = যৌগটির স্থুল সংকেতের ভর x n
180 = (12+ 1x 2 + 16) n
180 = n 30
n = 6
= C₆H₁₂O₆
একটি যৌগে H = 25% ; C = 75% এবং যৌগটির আণবিক ভর 16 হলে, যৌগটির আণবিক সংকেত নির্ণয় কর।
H = 25 / 1 = 25
এরপর প্রাপ্ত ভাগফল গুলির মধ্যে ক্ষুদ্রতম ভাগফল 6.25 দ্বারা প্রত্যেকে ভাগফলকে পুনরায় ভাগ করি।
C = 6.25 / 6.25 = 1
যৌগটির উপাদান মৌল H, C এদের অনুপাত যথাক্রমে 4:1
অতএব, যৌগটি স্থূল সংকেত CH₄.
যৌগটির আণবিক সংকেত = (CH₄)n
যৌগটির আণবিক ভর = যৌগটির স্থুল সংকেতের ভর x n
16 = (12+ 1x 4) n
16 = n 16
n = 1
= CH₄
উদাহরণঃ ৩.
একটি যৌগে H = 2.2% ;
প্রতিটি মৌলের শতকরা সংযুতিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি।
C = 26.7 / 12 = 2.22
O = 71.13 / 16 = 4.44
H = 2.2 / 2.2 = 1
C =2.22 / 2.2 = 1
O = 4.44 / 2.2 = 2
যৌগটির উপাদান মৌল C,H,O এদের অনুপাত যথাক্রমে 1:1:2
যৌগটির আণবিক সংকেত = (CHO₂)n
যৌগটির আণবিক ভর = যৌগটির স্থুল সংকেতের ভর x n
90 = (12+ 1 + 16 x 2) n
180 = n 45
n = 2
= C₂H₂O₄
উদাহরণঃ ৪.
একটি যৌগে H = 7.69% ;
C = 92.31 / 12 = 7.69
এরপর প্রাপ্ত ভাগফল গুলির মধ্যে ক্ষুদ্রতম ভাগফল 7.69 দ্বারা প্রত্যেকে ভাগফলকে পুনরায় ভাগ করি।
C = 7.69 / 7.69 = 1
যৌগটির উপাদান মৌল H, C এদের অনুপাত যথাক্রমে 1:1
যৌগটির আণবিক সংকেত = (CH)n
যৌগটির আণবিক ভর = যৌগটির স্থুল সংকেতের ভর x n
78 = (12+ 1) n
16 = n 13
n = 6
অতএব, যৌগটির আণবিক সংকেত = (CH)₆
= C₆H₆
Leave a comment