প্রশ্নঃ আচরণবাদ কী?

অথবা আচরণবাদ বলতে কী বুঝ?

ভূমিকাঃ রাজনীতি বিশ্লেষণের অগ্রগতির ইতিহাসে কতিপয় মতবাদ ও পর্যায় খুবই গুরুত্বপূর্ণ। আচরণবাদ এগুলাের মধ্যে অন্যতম। প্রাগমেটিজম বা প্রয়োগবাদ কিংবা কার্যবাদ নামক আধুনিক দার্শনিক তত্ত্বের ভিত্তিতে প্রধাণত মার্কিন যুক্তরাষ্ট্রে মনোবিজ্ঞানের আচরণবাদ তত্ত্বের বিকাশ ঘটে; এ তত্ত্বের প্রথম প্রবক্তা ছিলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন বি. ওয়াটসন (১৮৭৮-১৯৫৮)।

আচরণবাদের সংজ্ঞাঃ আচরণবাদ হলাে মানুষের আচরণকে পর্যালােচনার মাধ্যমে রাজনীতিকে যথাযথ ও বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করার প্রয়াস। আরাে সহজভাবে বলা যায়, পরীক্ষালব্ধ ও প্রয়ােগযােগ্য তত্ত্ব উদ্ভাবন, রীতিসিদ্ধ বিশ্লেষণ ও তাদের সত্যাসত্য যাচাইয়ের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রমের সুসমন্বিত ও সামঞ্জস্যপূর্ণ অনুসন্ধানকেই আচরণবাদ বলে।

প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও গবেষক বিভিন্নভাবে গ্রুপ-আচরণবাদের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তা তুলে ধরা হলােঃ

ডেভিড ট্রুম্যান (David Truman)-এর মতে, ‘আচরণবাদ বলতে অনুমান সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবৃতি, সাক্ষ্য-প্রমাণের সুশৃঙ্খল বিন্যাস, অভিজ্ঞতাবাদী পদ্ধতির ওপর বিশেষ গুরুত্বারােপ ও সংখ্যায়নকে বুঝায়।

আনল্ড ব্রেকট (Arnold Brecht)-এর মতে, ‘রাজনৈতিক জীবন সম্পর্কে একটি অভিজ্ঞতাবাদী ও স্থায়ী তত্ত্ব গড়ে তােলার প্রয়াসই হলাে আচরণবাদ।’

গিল্ড ও পামার (Guild & Palmar)-এর মতে, ‘যেকোনাে ঘটনার সুসংবদ্ধ, অভিজ্ঞতাবাদী ও কার্যকারণগত ব্যাখ্যাই হলাে আচরণবাদ।’

নরম্যান ডি ব্যারি তার “An Introduction to modern political theory” গ্রন্থে উল্লেখ করেন, আচরণবাদ একটি সামাজিক বিশ্লেষণ, যাতে প্রতিষ্ঠানের সাধারণ বর্ণনার পরিবর্তে পর্যবেক্ষণীয় আচরণের ওপর গুরুত্ব আরােপ করা হয়।

অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, পরীক্ষালব্ধ ও প্রয়ােগযােগ্য তত্ত্ব উদ্ভাবন, রীতিসিদ্ধ বিশ্লেষণ ও তাদের সত্যতা যাচাইয়ের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রমের প্যাটার্নের সুসমন্বিত ও সামঞ্জস্যপূর্ণ পন্থাই হচ্ছে আচরণবাদ।

মার্কিন আচরণবাদীদের মতে, আচরণবাদ হচ্ছে একজন ব্যক্তির আচরণের যে পরিবর্তন সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় সে সম্পর্কে কোনাে অনুমানকে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যাচাই করা।

পরিশেষঃ আলােচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আচরণবা হলো ব্যক্তির ধারণা, কার্যকলাপ, জ্ঞান সংক্রান্ত অনুভূতি ও মূল্যায়ন সংক্রান্ত বিচার-বিবেচনার সেই ফসল, যাতে তার ইচ্ছা-আকাক্ষা ও সংকল্প প্রকাশ পায়।