কপার ধাতু সক্রিয়তা সিরিজের নিচের দিকে অবস্থিত হওয়ায় এর সক্রিয়তা কম। কপার কম সক্রিয় ধাতু হওয়ায় বিজারণ পদ্ধতিতে আকরিক থেকে নিষ্কাশন করা হয়।
কপারের আকরিক যেমনঃ চালকোসাইট(Cu₂S) কে নিয়ন্ত্রিত অক্সিজেন দ্বারা জারিত করলে প্রথমে কিছু কিউপ্রাস সালফাইড জারিত হয়ে কিউপ্রাস অক্সাইডে পরিণত হয়। এরপর অবশিষ্ট কিউপ্রাস সালফাইডের সাথে কিউপ্রাস অক্সাইড বিক্রিয়া করে ধাতব কপার ও সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। উৎপন্ন কপার 98% বিশুদ্ধ হয়। একে ব্লিস্টার কপার বলে। ব্লিস্টার কপার থেকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে 100% বিশুদ্ধ কপার পাওয়া যায়।
কপারের স্ববিজারনঃ
Cu₂S + O₂ —–> Cu₂O + SO₂
Cu₂S + Cu₂O —–> Cu + SO₂
কপারের তড়িৎ বিশোধন নিম্নরূপঃ
ব্লিস্টার কপারকে তড়িৎ বিশোধন করার জন্য একটি তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড হিসেবে ব্লিস্টার কপার দণ্ড এবং ক্যাথোড হিসেবে বিশুদ্ধ কপারের সরু তার ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। এরপর তড়িৎদ্বার দুটির মধ্যে বিভব পার্থক্য তৈরী করলে, ব্লিস্টার কপার হতে কপার ধাতু অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন(Cu²+) হিসেবে দ্রবণে চলে যায়। অপরদিকে এই(Cu²+) আয়ন আবার ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়। Cu²+ ক্যাথোডে পৌঁছে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং ক্যাথোডে জমা হয়। এর ফলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্যাথোড ধীরে ধীরে মোটা হয়। ব্লিস্টার কপারের মধ্যে থাকা অপদ্রব্য গুলি তলানি হিসেবে কোষের নিচের অংশে জমা হয়।
অ্যানোড বিক্রিয়াঃ
Cu(s) ——> Cu²+ + 2e
ক্যাথোড বিক্রিয়াঃ
Cu²+ +2e —–> Cu(s)
এভাবে আকরিক থেকে বিশুদ্ধ কপার নিষ্কাশন করা যায়।
Leave a comment