আকরকরা গাছ
আকরকরার পরিচিতি ও গুনাবলীঃ
আকরকরা গুল্মজাতীয় লতানো গাছ। এর পাতা ৪ থেকে ৫ ইঞ্চি লম্বা হয়। কিনারা খাজকাঁটা। ফুলের পাপড়ি সাদা ও গোলাপি এবং মাঝখানের অংশ হলুদ বর্ণের। আকরকরার মূল ধূসর বর্ণের এবং চিবোলে জিহ্বা চিন চিন করে। এটির মূল ঔষধি হিসেবে ব্যবহৃত হয়।
ভেষজ দোকানে খোঁজ করলেই এটি পেয়ে যাবেন। স্থানভোদে একে আকুর খুরা, আকর কাটা প্রভৃতি নামে ডাকা হয়।
আকরকরা গাছের উপকারিতা :
আকরকরা যৌনশক্তিবর্ধক ও উত্তেজক। শীতলজনিত রোগে বিশেষ উপকারী। অর্ধাঙ্গ, পক্ষাঘাত (প্যারালাইসিস), মৃগী ও মাথাব্যথা উপশমে কার্যকর। সর্দি, কাশি, বৃক্বের কফ নিঃসরণ ও বলকারক। আকরকরা দীর্ঘদিন থেকে কার্যকর ঔষধি উপাদান হিসেবে ওষুধে ব্যবহৃত হয়ে আসছে।
এছাড়াও
(১)আকরকরা পক্ষাঘাত , মৃগী রোগে ব্যবহার করা হয়।
(২)আকরকরা মাথার যন্ত্রনায় ব্যাবহার হয় ।
(৩)আকরকরা সর্দি , কাশি , ও বুকের কফ নিঃসারক।
(৪)আকরকরা বাচ্চাদের মুখের ঘা এবং ডিপথেরিয়া রোগে উপকার ।
(৫)আকরকরা শোথরোগ নাশক।
(৬)দাঁতের ব্যাথায় স্থানীয়ভাবে আকরকরাহ ব্যবহারে উপকারী।
(৭)আকরকরা মুখের জ্বরতা ও তোতলামী নাশক ।
(৮)আকরকরা খেলে মস্তিষ্ক পরিষ্কার হয়।
(৯)আকরকরাহ খন্ড খন্ড করে মোদক বা হালুয়া প্রস্তুত করে সেবনে ধ্বজভঙ্গ ও শুক্রক্ষয় জনিত দুর্বলতা হ্রাসকারক ।
আকরকরা গুল্মজাতীয় লতানো গাছ। এর পাতা ৪ থেকে ৫ ইঞ্চি লম্বা হয়। কিনারা খাজকাঁটা। ফুলের পাপড়ি সাদা ও গোলাপি এবং মাঝখানের অংশ হলুদ বর্ণের। আকরকরার মূল ধূসর বর্ণের এবং চিবোলে জিহ্বা চিন চিন করে। এটির মূল ঔষধি হিসেবে ব্যবহৃত হয়।ভেষজ দোকানে খোঁজ করলেই এটি পেয়ে যাবেন। স্থানভোদে একে আকুর খুরা, আকর কাটা প্রভৃতি নামে ডাকা হয়। আকরকরা এর যে বিভিন্ন গুণাগুণ রয়েছে তার বিবরণ এখন আলোচনা করা হল :
উপকারিতা :
যৌন শক্তি বর্ধক
যৌন শক্তি বর্ধক ও উত্তেজক ৷ লিঙ্গ শীতল জনিত রোগে বিশেষ উপকারী ৷
মৃগী রোগ নিরাময় :
প্রথমে আকরকরা গাছের পাতা সিদ্ধ করে ক্বাথ তৈরী করে নিতে হবে । এরপর এই ক্বাথ নিয়মিত সেবন করলে মৃগীরোগ নিরাময়ে ভাল উপকার পাওয়া যায় ।
সর্দি কাশি নিরাময়ে :
প্রথমে এই গাছের মূল সিদ্ধ করে মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি , কাশি , বৃক্বের কফ নি:সরণ ও বলকারক রোগে উপকার পাওয়া যায় ।
শীতলজনিত রোগ নিরাময়ে :
শীত কালে নানা ধরনের রোগ দেখা যায় । তবে এই শীতলজনিত রোগের থেকে মুক্তি পেতে েএই গাছের মূল বিশেষ উপকারি ।
মাথাব্যথা নিরাময়ে :
আকরকরা গাছের পাতা বেটে মাথায় প্রলেপ দিয়ে রেখে দিলে আপনার ব্যথা নিরাময়ে হয়ে যাবে ।
পক্ষাঘাত নিরাময় :
আকরকরা গাছের মূল সেদ্ধ করে খেলে পক্ষাঘাত এর জন্য খুবই উপকারি ।
Leave a comment