শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আইহনের পরিচয় দেওয়া হলঃ
উত্তর: মধ্যযুগের আদি নিদর্শন ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য। এ কাব্যে প্রধান চরিত্র রাধা, কৃষ্ণ ও বড়াই। রাধা কৃষ্ণের প্রেম বিরহ বর্ণনাই এ কাব্যের মূল উদ্দেশ্য। বড়ু চণ্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের একটি অপ্রধান চরিত্র আইহন। আইহন রাধার স্বামী। কংস বধের জন্যে কৃষ্ণের জন্ম। দেবতাদের পরামর্শেই পৃথিবীতে কৃষ্ণ ভূমিষ্ঠ হয়ে এসেছে। কৃষ্ণকে সঙ্গ দিতে রাধার জন্ম। গোকুলের গোয়ালা দম্পতি সাগর-পদ্মার ঘরে রাধার জন্ম হয়। দেবতাদের পরিকল্পনা ‘অনুযায়ী গোকুলের অন্য এক পরিবারে নপুংসক যুবক আইহনের সাথে রাধার বিয়ে হলো। আইহনের মা ও বোনেরা সর্বদা রাধার প্রতি সতর্ক দৃষ্টি রাখতো। কারণ রাধা অপূর্ব সুন্দরী। আইহন নপুংসক। যদি রাধা অন্য কারো প্রতি অনুরক্ত হয়ে পড়ে তাই। পুরো কাব্যে আইহন প্রায় অদৃশ্য। তার কোনো ভূমিকা নেই। কেবল রাধার স্বামী হিসেবেই তার পরিচয়।
Leave a comment