Tc – 99m আইসোটোপের ক্ষেত্রে ‘m’ দ্বারা মেটাস্ট্যাবল অবস্থা বোঝানো হয়। আইসোটোপের মেটাস্টেবল অবস্থা একটি উত্তেজিত অবস্থা। যার স্থায়িত্ব সাধারণ অবস্থার চেয়ে কম, কিন্তু উত্তেজিত অবস্থায় থেকে বেশি। মেটাস্ট্যাবল অবস্থায় থাকা আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি (গামা রশ্মি) বিকিরণ করে স্থিতিশীল আইসোটোপে পরিণত হয়।
Leave a comment