অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি।
অ্যালকোহলকে নিরুদক গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়।
RCH₂-CH₂OH+H₂SO₄—–> RCH=CH₂+H₂O
যেমনঃ ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ 170 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে ইথিন উৎপন্ন হয়।
CH₃-CH₂OH + H₂SO₄ ——> CH₂=CH₂+H₂O
আবার, অ্যালকোহলকে অ্যালুমিনিয়াম অক্সাইড সহযোগে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়।
RCH₂-CH₂OH+Al₂O₃—–> RCH=CH₂+H₂O
Leave a comment