ইথেন কে প্রথমে হ্যালোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে ইথাইল হ্যালাইড প্রস্তুত করা হয়।
 

যেমনঃ ইথেন (C₂H₆) এর সঙ্গে ক্লোরিনের (Cl₂) বিক্রিয়ায় ক্লোরো ইথেন (C₂H₅Cl) প্রস্তুত করা হয়। এরপর এই ক্লোরো ইথেনের (C₂H₅Cl) সঙ্গে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করালে ইথানল (C₂H₅OH) উৎপন্ন হয়। ইথানলকে জারিত করলে ইথান্যাল (CH₃CHO) উৎপন্ন হয়। 

পরে ইথান্যালকে পুনঃরায় জারিত করলে ইথানয়িক এসিড (CH₃COOH) উৎপন্ন হয়।

C₂H₆ + Cl₂ —–> C₂H₅Cl + HCl

C₂H₅Cl + NaOH(aq) —-> C₂H₅OH + NaCl
    

C₂H₅OH + [ O ] ——-> CH₃CHO
    

CH₃CHO + [ O ] ——-> CH₃COOH

এইভাবে ইথেন থেকে ইথানয়িক এসিড প্রস্তুত করা যায়।