অ্যালকিন সমূহকে অলিফিন বলে। কারণ অলিফিন শব্দের অর্থ তৈল উৎপাদনকারী। অ্যালকিনের নিম্নতর সদস্য (যেমনঃ ইথিন, প্রোপিন, বিউটিন ইত্যাদি) হ্যালোজেনের
(Cl₂, Br₂, I₂) সঙ্গে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে। 

এজন্য অ্যালকিন কে অলিফিন বলা হয়।