অ্যামোনিয়াকে বাতাসে দহন করলে স্টীম ও নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়।

 

তবে প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে অ্যামোনিয়াকে বাতাসে দহন করলে স্টীম ও নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়।

4NH₃ + 3O₂ —–> 6H₂O + 2N₂

4NH₃ + 5O₂ ——> 6H₂O + 4NO