অ্যামোনিয়া ক্ষারধর্মী কেন?
ব্রনটেস্ট বা প্রোটনীয় মতবাদ মতবাদ অনুযায়ী যেসব যৌগ, আয়ন, পরমাণু প্রোটন গ্রহণ করতে পারে তারা ক্ষারক।
আবার, লুইস এর মতবাদ অনুসারে যারা কমপক্ষে একজোড়া লোনপেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে তারা ক্ষারক।
আবার, লুইস এর মতবাদ অনুসারে যারা কমপক্ষে একজোড়া লোনপেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে তারা ক্ষারক।
অ্যামোনিয়া ( : NH₃) অণুতে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। যা অন্যকে দান করতে পারে। এইজন্য অ্যামোনিয়া একটি ক্ষারক।
আবার, অ্যামোনিয়া একটি প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন গঠন করে। যা ব্রনটেস্ট মতবাদ অনুসারে ক্ষারক।
:NH₃ + H+ ——-> NH₄+
সুতরাং বলা যায়, অ্যামোনিয়া একটি ক্ষারক।
Leave a comment