অ্যাভোগেড্রোর সূত্রে বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের সম্পর্ক স্থাপন করা হয়েছে।
সেখানে বলা হয়েছে যে, কোন গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ।
অর্থাৎ গ্যাসের আণবিক ভর
= বাষ্প ঘনত্ব x 2 ;
বা, M = D x 2
এখানে M = আণবিক ভর ;
D = বাষ্প ঘনত্ব।
এ সম্পর্ক থেকে কোন গ্যাসের বাষ্প ঘনত্ব জানা থাকলে আণবিক ভর বের করা যায়।
আবার এ সম্পর্কের মাধ্যমে কোন গ্যাসের মোলার আয়তন নির্ণয় করা হয়। মোলার আয়তনে কোন গ্যাসের
ভর থেকে এর আণবিক ভর নির্ণয়
করা সম্ভব।
সুতরাং বলা যায়, অ্যাভোগেড্রোর সূত্রের সাহায্যে যে কোন গ্যাসের আণবিক ভর নির্ণয় করা সম্ভব।
Leave a comment