কোন দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড হিসেবে কোন নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করা হলে ঐ দ্রবণে অ্যানায়নের কোন পরিবর্তন হয় না। পানির বিয়োজনে উৎপন্ন H+ ও OH- এর মধ্যে OH- আয়ন জারিত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে।
4H₂O —–> 4 OH- + 4 H+
4OH- ——> 2H₂O + O₂ + 4e
যেহেতু পানি বিয়োজিত হয় নতুন H+ ও OH+ আয়ন তৈরি করে। ফলে ক্রমেই H+ আয়নের পরিমাণ বেড়ে যায়। H+ আয়নটি দ্রবনে থেকে যাওয়া অ্যানায়নের সাথে যুক্ত হয়ে আরেকটি যৌগ গঠন করে।
Leave a comment