পর্যায় সারণিতে মৌল সমূহ সর্বশেষ শক্তিস্তরে এক বা একাধিক ইলেকট্রন বিদ্যমান থাকে।
আবার নিষ্ক্রিয় গ্যাস গুলির সর্ববহিঃস্থ শক্তিস্তরে ৮টি করে ইলেকট্রন বিদ্যমান থাকে। এতে করে নিষ্ক্রিয় গ্যাস গুলি স্থিতিশীল অবস্থায় থাকে। মৌল সমূহ তাদের সর্ববহিঃস্থ শক্তিস্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন, গ্রহণ বা শেয়ারের মাধ্যমে এদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এতে মৌল সমূহ স্থিতিশীলতা অর্জন করে।
যেমনঃNaCl অনুতে Na পরমাণু তার সর্ববহিঃস্থ শক্তিস্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে।
CO অণুতে C পরমাণু দুটি অক্সিজেন থেকে দুটি করে চারটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সর্ববহিঃস্থ শক্তিস্তরে অষ্টক পূর্ণ করে।
আবার দুটি অক্সিজেন পরমাণু একটি কার্বন পরমাণুর কাছ থেকে চারটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সর্ববহিঃস্থ শক্তিস্তরে অষ্টক পূর্ণ করে।
Leave a comment