শব্দের সঙ্গে শব্দের যে অর্থগত সম্পর্ক, তার ভিত্তিতে মূলত তিনভাবে শব্দার্থকে বিন্যস্ত করা যায়। যেমন— (১) সমার্থকতা, (২) বিপরীতার্থকতা এবং (৩) ব্যাপকার্থকতা। এখানে প্রত্যেকটি ক্ষেত্রের কয়েকটি দৃষ্টান্ত দিয়ে এই শব্দার্থগত বর্ণের বিষয়টা বােঝানাে হল –


সমার্থকতা (Synonymy) :


সমার্থকতা হল শব্দার্থের সমতা। সেই অর্থসাম্য অনুসারেই সাজানাে হয়েছে উপরের শব্দগুলি। প্রত্যেক গুচ্ছের শব্দগুলি অর্থের দিক থেকে কাছাকাছি বা প্রায় সমার্থক।


বিপরীতার্থকতা (Antonymy) : দুটি শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য সম্পর্ক যেখানে ফুটে ওঠে, তা-ই হল বিপরীতার্থকতা। যেমন – উত্তম – অধম, সুখ – দুঃখ, জীবন – মরণ, আদর – অনাদর।


বিপরীতজ্ঞাপক শব্দ দুরকমের হতে পারে(১) মাত্রাগত আর (২) মাত্রাহীন। মাত্রাগত শব্দ হল যেগুলিকে তারতম্য বা মাত্রা দিয়ে প্রকাশ করা হয়। যেমন – বেশি – কম।


অন্যদিকে মাত্রাহীন বিপরীতার্থক শব্দ বলতে আমরা বুঝি, যে শব্দে কোনাে পরিমাণ বা আধিক্য-অনাধিক্য সূচক কোনাে কিছু না বুঝিয়ে পরস্পরের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে। তবে তাদের কোনাে ধ্বনিতাত্ত্বিক সাদৃশ্য থাকে না। যেমন – মেয়ে – ছেলে, যাও – এসাে।


ব্যাপকার্থকতা (Hyponymy) : একটি বড়াে আয়তনের মধ্যে ছােটো আয়তনের বস্তুর অবস্থানের মতাে ঘটনা হল ব্যাপকার্থকতা। অর্থাৎ ফুল’ বললে যেমন তার মধ্যে গােলাপ, জুঁই, জবা, ইত্যাদি থাকবে, তেমনি আসবাব বললে তার মধ্যে আসবে টেবিল, চেয়ার ইত্যাদি। এই বৈশিষ্ট্যের নিরিখে আসবাব হল টেবিলের ব্যাপকার্থকতা এবং ফুল হল গােলাপের ব্যাপকার্থকতা।


শব্দার্থ পরিবর্তনের ধারা ক-টি ভাগে বিভক্ত ও কী কী? যে-কোনাে একটি ভাগ উদাহরণসহ বুঝিয়ে দাও। 

অথবা, শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ বলতে কী বােঝ ? উদাহরণ দাও। 

সূচনা পর্ব থেকে আধুনিক যুগ পর্যন্ত বাংলা গানের ধারা সম্পর্কে আলােচনা করাে। 

বাংলা গানের আদিপর্ব সম্পর্কে যা জান লেখাে। 

বৈয়ব পদাবলীকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলা কীর্তনগান সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 

বাংলা গানের ইতিহাসে কবিওয়ালাদের অবদান সম্পর্কে যা জান লেখাে। 

অথবা, বাংলা গানে কবিগানের গুরুত্ব আলােচনা করাে। 

টপ্পা সম্পর্কে আলােচনা করাে। 

যাত্রাগান সম্পর্কে যা জান আলােচনা করাে। 

পক্ষীর গান সম্পর্কে যা জান আলােচনা করাে। 

যাত্রা শব্দের অর্থ ও যাত্রাপালার বিষয় ও ভাবের পরিচয় দাও। 

আধুনিক বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ও তাঁর পরবর্তী সময়ের গীতিকারদের পরিচয় দাও। 

বাংলা গণসংগীতের সূচনা কোন্ ঐতিহাসিক সন্ধিক্ষণে? এই ধারার গীতিকার, সুরকার এবং গায়কদের সম্পর্কে লেখাে। 

অথবা, বাংলা গণসংগীতের ধারা সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করাে। 

অথবা, গণসংগীত বলতে কী বােঝ? বাংলা গণসংগীতের ধারাটি আলােচনা করাে। 

বাংলা সিনেমার গান সম্পর্কে যা জান লেখাে।