অরবিটঃ পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে সুনির্দিষ্ট যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে সেই কক্ষপথকে অরবিট বা প্রধান শক্তিস্তর বা প্রধান কক্ষপথ বলে। 

অরবিটালঃ নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট সম্ভাব্য স্থানে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক অর্থাৎ 90% – 95% হয় সেই সকল সম্ভাব্য স্থানকে অরবিটাল বলে।