অধাতুর যেসব অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে এসিড উৎপন্ন করে, অথবা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে তাদেরকে অম্লীয় অক্সাইড বলে।
যেমনঃ CO₂ ; SO₂ ; SO₃ ; P₂O₅ ; NO₂ ইত্যাদি।
পানির সাথে বিক্রিয়াঃ
CO₂ + H₂O —–> H₂CO₃
NO₂ + H₂O —–> HNO₃
ক্ষারের সাথে বিক্রিয়াঃ
CO₂ +2NaOH —->Na₂CO₃+H₂O
SO₃+2NaOH —–>Na₂SO₄ +H₂O
Leave a comment