অম্লীয় অক্সাইড গুলিকে পানিতে দ্রবীভূত করলে আসিড গঠন করে। সাধারণত অধাতুর অক্সাইড অম্লীয় হয়।
কিছু অধাতুর অক্সাইড যেমনঃ বোরন অক্সাইড (B₂O₃), কার্বন ডাই অক্সাইড(CO₂), নাইট্রোজেন ডাই অক্সাইড(NO₂), নাইট্রোজেন ট্রাই অক্সাইড
(N₂O₃), নাইট্রোজেন পেন্টা অক্সাইড(N₂O₅), ফসফরাস ট্রাই অক্সাইড(P₂O₃), ফসফরাস পেন্টা অক্সাইড(P₂O₅), সিলিকন ডাই অক্সাইড(SiO₂), সালফার ট্রাই অক্সাইড(SO₃), সালফার ডাই অক্সাইড(SO₂), ক্লোরিন হেপ্টা অক্সাইড(Cl₂O₇) ইত্যাদি অম্লীয় অক্সাইড।
2NaOH+CO₂ —–>Na₂CO₃+H₂O
H₂O + CO₂ ——> H₂CO₃
H₂O + NO₂ ——> HNO₃
H₂O + SO₂ ——–> H₂SO₃
H₂O + SO₃ ——-> H₂SO₄
H₂O + P₂O₅ ——> H₃PO₄
আবার এদের অক্সাইডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করতে পারে।
এজন্য অধাতুর অক্সাইড গুলি অম্লীয় হয়।
Leave a comment