উত্তর: রাধাকৃষ্ণের প্রেমলীলা বৈচিত্র্যকে কেন্দ্র করে বৈষ্ণব মহাজনগণ যে পদাবলী রচনা করেছেন তাই বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীতে অভিসার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বৈষ্ণব পদকর্তারা অভিসার বিষয়ক পদ রচনা করে কৃতিত্বের পরিচয় দিয়েছেন। প্রেমিক বা প্রৈমিকা যখন গোপনে কোনো একটা নির্দিষ্ট স্থানে পরস্পরের সঙ্গে মিলিত হয়, তখন তাকে অভিসার বলে। বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের নিকট রাধার অভিযাত্রা নিয়েই অধিকাংশ অভিসার পদ রচিত হয়েছে। বৈষ্ণব পদাবলিতে আট প্রকারের অভিসারের কথা বলা হয়েছে।

যথা : জ্যোৎস্নাভিসার, তামসী অভিসার, বর্ষাভিসার, দিবাভিসার, কুদ্ধটিকাভিসার, তীর্থযাত্রাভিসার, উন্মত্তাভিসার, সঙ্করাভিসার।

এসব অভিসার বিষয়ক পদে রাধা বিরহের আকুতি প্রকাশ পেয়েছে।