যেসকল জ্বালানির দহনে স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ তৈরি হয় তাকে অবিশুদ্ধ জ্বালানি বলে।
এসকল জ্বালানিতে সালফার বা নাইট্রোজেন যুক্ত থাকে। অবিশুদ্ধ জ্বালানি দহন করলে সালফার ডাই অক্সাইড(SO₂) ; নাইট্রোজেন ডাই অক্সাইড (NO₂) উৎপন্ন হয়। SO₂ ; NO₂ বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে H₂SO₃ ; HNO₃ তৈরি করে। যা এসিড বৃষ্টির সৃষ্টি করে। সুতরাং অবিশুদ্ধ জ্বালানি স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।