অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য নিম্নরূপঃ
১. অবস্থান্তর মৌল সমূহ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।
২. এদের যৌগসমূহ রঙ্গিন হয়।
৩. এদের অধিকাংশ মৌল জটিল যৌগ গঠন করে।
৪. অবস্থান্তর মৌলসমূহ প্রভাবক হিসেবে ক্রিয়া করে।
৫. অবস্থান্তর মৌলসমূহ প্যারাচৌম্বক ধর্ম বিশিষ্ট হয়।
Leave a comment