যেসব d- ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে d- অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। পর্যায় সারণি চতুর্থ পর্যায়ের থেকে পরবর্তী পর্যায়ে এবং 4 নম্বর গ্রুপ থেকে 11 নম্বর গ্রুপে এদের অবস্থান। অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করার কারণ, এদের বহিঃস্থ শক্তিস্তরে একাধিক অরবিটাল ফাঁকা থাকে। যার কারণে বহিঃস্থ শক্তিস্তরে একাধিক ইলেকট্রনকে উত্তেজিত অবস্থায় ঐ ফাঁকা অরবিটাল গুলোতে স্থানান্তর করা যায়। এজন্য অবস্থান্তর মৌলগুলি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।
অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপঃ
Fe²+ (26) —> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁶
Fe³+ (26) —> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁵
Cu+ (29)—-> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d¹º
Cu²+ (29)—-> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁹
Cr³+ (24) —> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d³
Cr⁶+ (24) —> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3dº
কিছু অবস্থান্তর মৌলর পরিবর্তনশীল যোজনী নিম্নরূপঃ
Fe –> 2,3
Cr –> 2,3,4,5,6.
Mn –> 2,3,4,5,6,7
Cu –> 1,2
Cr –> 2,3,4,5,6.
Mn –> 2,3,4,5,6,7
Cu –> 1,2
Leave a comment