প্রশ্নঃ অপরাধের সংজ্ঞা দাও। সমন এবং গ্রেপ্তারী পরোয়ানা কি? আলোচনা কর৷

অপরাধের সংজ্ঞাঃ ক্রাইমকে অপরাধ বলা হয় আবার অফেন্সকেও অপরাধ বলা হয়। ১৮৬০, সালের দন্ডবিধির ৪০ ধারায় বলা হয়েছে যে, কতিপয় ক্ষেত্র ব্যতীত যে ঘটনা দন্ডবিধিতে, যে কোন বিশেষ আইনে, অথবা স্থানীয় আইনে শাস্তিযোগ্য তাই ক্রাইম আবার যে কাজ করা বা কাজ করা থেকে বিরত থাকা প্রচলিত কোন আইনে দন্ডনীয় তা হচ্ছে অফেন্স।

অপরাধবিজ্ঞানী পারমিলীর মতে, অপরাধ হচ্ছে আইন দ্বারা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য কোন কাজ যা প্রচলিত নৈতিক মানদন্ড অনুযায়ী সমাজের জন্য বিশেষভাবে ক্ষতিকর এবং প্রচলিত সামাজিক অবস্থা অক্ষুন্ন রাখার জন্য শাস্তিই হচ্ছে একমাত্র প্রতিকার।

অপরাধবিজ্ঞানী অসবর্ণের (Osborn) সংজ্ঞানুসারে, অপরাধ বলতে এমন ক্ষতিকর কার্য সংঘটন বুঝায় যা শুধু মাত্র ব্যক্তি বিশেষের জন্যই ক্ষতিকর নয় বরং সমগ্র সমাজ ও রাষ্ট্রের পক্ষে তা মারাত্মক হুমকিস্বরূপ। তাই রাষ্ট্রকেই অপরাধীর শাস্তির ব্যবস্থা করতে হয়।

সমন এবং গ্রেপ্তারী পরোয়ানাঃ ফৌজদারী কার্যবিধির ২০৪ ধারায় বলা হয়েছে যে, ম্যাজিষ্ট্রেট যদি মনে করেন যে, কার্যক্রম গ্রহণ করার মত পর্যাপ্ত কারণ রয়েছে, তবে তিনি অপরাধের গুরুত্ব অনুসারে আসামীর প্রতি সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। নিজের এখতিয়ার না থাকলে অন্য আদালতে হাজির হবার জন্য আসামীকে নির্দেশ দিতে পারেন। এই ধারায় আরো বলা হয়েছে যে, বাদীপক্ষ সাক্ষীর তালিকা দাখিল না করলে এরূপ সমন বা ওয়ারেন্ট ইস্যু করা হবে না । এছাড়া প্রত্যেক সমন বা ওয়ারেন্টের সাথে লিখিত নালিশের এক অনুলিপি দিতে হবে। এছাড়া আইনে নির্ধারিত ফিস জমা না দেয়া পর্যন্ত এ প্রক্রিয়া শুরু করা হবে না।

এখানে উল্লেখ যে, সাধারণত আসামীকে আদালতে হাজীর হরার জন্য; প্রথমে সমন জারী করা হয়। তবে কতিপয় ক্ষেতে সমন জারীর পরিবর্তে প্রথমেই গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়।