প্রশ্ন : অপরাধমূলক ষড়যন্ত্র (Criminal conspiracy) বলতে কি বোঝেন? অপরাধমূলক ষড়যন্ত্রের শর্ত বা উপাদান কি কি? সাধারণ অভিপ্রায় [দণ্ডবিধি আইনের ৩৪ ধারা] এবং অপরাধমূলক ষড়যন্ত্রের [দণ্ডবিধি আইনের ১২০(ক) ধারা] মধ্যে পার্থক্য কি? অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কি? আলোচনা করুন ।

অপরাধমূলক ষড়যন্ত্র

[Criminal conspiracy]

ষড়যন্ত্র মানে বেআইনি উদ্দেশ্য(unlawful purposes) সাধনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে একটি এগ্রিমেন্ট। অপরাধমূলক ষড়যন্ত্রের(Criminal conspiracy) মূল প্রতিপাদ্য বিষয় হলো- দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে বেআইনীভাবে কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে যখন ষড়যন্ত্রমূলক যোগসাজস করে, তখন উক্ত অপরাধ সংঘটনের চেষ্টার জন্য অপরাধী বলে গণ্য হবে। অবৈধ কোন কাজ করার জন্য দুই বা ততোধিক ব্যক্তি একমত হলে উক্ত ঐক্যমতকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে গণ্য করা যায়। তারা যদি কোন বৈধ কাজ অবৈধ পন্থায় সম্পন্ন করতে চায়, তাও অপরাধ বলে গণ্য হবে। এমনকি এরূপ কার্যাবলী অন্য কারো দ্বারা সম্পন্ন করা হলে তা দণ্ডনীয়।

দণ্ডবিধি আইনের ১২০(ক) ধারা মতে, যদি দুই বা ততোধিক ব্যক্তি—

১. একটি বেআইনী কাজ; অথবা

২. অবৈধ নয় এমন কোন কাজ অর্থাৎ বৈধ কোন কাজ অবৈধ উপায়ে করাতে বা করতে সম্মত হয় তবে তা অপরাধমূলক ষড়যন্ত্র বলে বিবেচিত হবে।

অর্থাৎ আমরা বলতে পারি যে, অপরাধমূলক ষড়যন্ত্র দুটি উপায়ে  সংঘটিত হতে পারে, যথা-

প্রথমত, দুই বা ততোধিক ব্যক্তি কোন অবৈধ কাজ করতে সম্মত হয়ে।

দ্বিতীয়ত, দুই বা ততোধিক ব্যক্তি কোন বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য সম্মত হয়ে।

উল্লেখ্য, যে কোন অপরাধমূলক কাজ সংগঠনের চুক্তি ব্যতীত অন্য কোন কার্যসম্পাদনের চুক্তি অপরাধমূলক ষড়যন্ত্র বলে বিবেচিত হবে না।

দন্ডবিধির ১২০(ক) ধারা অনুসারে অপরাধমূলক ষড়যন্ত্রের উপাদান বা শর্তসমূহ: 

১. দুই বা ততোধিক ব্যক্তির অবৈধ কাজ করার সম্মতি;(Two or more people agreed to commit a crime)।

২.ষড়যন্ত্রকারীদের মধ্যে  চুক্তি বা সম্মতিটি একটি অবৈধ লক্ষ্য অর্জনের জন্য করা হয়;(the agreement is meant to achieve an illegal goal)

৩. কোন বৈধ কাজ অবৈধ উপায়ে করা হতে পারে;(Any legal act can be done by illegal means) এবং

৪. মোটকথা, ষড়যন্ত্রের অংশ হিসেবে কোন অবৈধ কাজ সম্পাদিত হয়েছে।(Any illegal act performed as part of the conspiracy.)

অপরাধমূলক ষড়যন্ত্রের মূলমন্ত্র হচ্ছে অবৈধ কাজ করার জন্য অথবা বৈধ কোন কাজ অবৈধ উপায়ে করার জন্য একাধিক ব্যক্তির সম্মতি(agreement) এবং সম্মতি অনুসারে অপরাধ সংঘটনের প্রয়োজনীয়তা মূখ্য নয়।

সাধারণ অভিপ্রায় [দণ্ডবিধি আইনের ৩৪ ধারা] এবং অপরাধমূলক ষড়যন্ত্রের [দণ্ডবিধি আইনের ১২০(ক) ধারা] মধ্যে পার্থক্য

সাধারণ অভিপ্রায় [দণ্ডবিধি আইনের ৩৪ ধারা]

অপরাধমূলক ষড়যন্ত্রের [দণ্ডবিধি আইনের ১২০(ক) ধারা]

১. দণ্ডবিধি আইনের ৩৪ ধারা মোতাবেক সকলের অভিন্ন অভিপ্রায়কে সামনে রেখে একাধিক ব্যক্তির অপরাধমূলক কাজকে সাধারণ অভিপ্রায় বুঝানো হয়েছে।

১. দণ্ডবিধি আইনের ১২০(ক) ধারা মতে বেআইনি উদ্দেশ্য(unlawful purposes) সাধনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে এগ্রিমেন্ট বা  চুক্তিকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে।

২. দণ্ডবিধি আইনের ৩৪ ধারায় সাধারণ অভিপ্রায়ের(Intention) বিধান করেছে। 

২. দণ্ডবিধি আইনের ১২০ক ধারা অপরাধমূলক ষড়যন্ত্র (Criminal conspiracy)-এর বিধান করেছে।

৩. ৩৪ ধারার সাধারণ অভিপ্রায়ের মূল উপাদান হল অপরাধ সংঘটন। 

৩. অপরপক্ষে, ১২০ক ধারার অপরাধমূলক ষড়যন্ত্রের মূল উপাদান হল সম্মতি।

৪. ৩৪ ধারার সাধারণ অভিপ্রায়ের শাস্তি প্রদানের জন্য অপরাধটি অবশ্যই সংঘটিত

হতে হবে। 

৪. পক্ষান্তরে, ১২০ক ধারার অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সম্মতি অনুসারে অপরাধ সংঘটনের প্রয়োজন  নেই।

৫. ৩৪ ধারাতে উল্লেখিত সাধারণ অভিপ্রায় দুই বা ততোধিক ব্যক্তির ওপর প্রযোজ্য হয়ে থাকে। 

৬. কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তি কোন  অবৈধ কাজ করতে কিংবা কোন বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য  সম্মতির মধ্যে সীমাবদ্ধ থাকে।

৭. এটি Rule of Evidence নির্ধারণ করে এবং স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে না।

৭. এটি স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে এবং এটি নিজেই একটি substantive offence ।

৮. অভিন্ন অভিপ্রায়ের ক্ষেত্রে কমপক্ষে দুইজন ব্যক্তি থাকা অপরিহার্য।

৮. অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে জন্য কমপক্ষে দুই ব্যক্তি অপরিহার্য।

৯. ৩৪ ধারা মতে সাধারণ অভিপ্রায়ের অপরাধটি ঘটনাস্থলে বা আকস্মিকভাবে সংঘটিত হতে পারে। 

৯. আসামীপক্ষে্র সুনির্দিষ্ট অপরাধমূলক কর্ম হতে নিঃসৃত অনুমা্নই ষড়যন্ত্র এবং উক্ত কর্মটি তাদের একই অভিপ্রায়ের অনুসরণে সম্পন্ন হয়ে থাকে।

১০. ৩৪ ধারার সাধারণ অভিপ্রায়ের শাস্তি প্রদানের জন্য অপরাধটি অবশ্যই সংঘটিত

হতে হবে। 

১০. পক্ষান্তরে, ১২০ক ধারার অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সম্মতি অনুসারে অপরাধ সংঘটনের প্রয়োজন নেই।

১১. ৩৪ ধারাতে উল্লেখিত সাধারণ অভিপ্রায়ের ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের অপরাধ সংঘটনে অবশ্যই অংশগ্রহণ করতে হয়। 

১১.অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে যারা প্রকৃতপক্ষে অপরাধ সংঘটনে অংশগ্রহণ করেছে তাদের মূল অপরাধের জন্য অভিযুক্ত করা যায় এবং যারা অপরাধ কর্মে সহায়তা করেছে তাদেরকে দন্ডবিধির ১০৯ ধারা অধীনে অভিযুক্ত করা যায়।

১২. এটি constructive liability তৈরি করে।

১২. যেহেতু এটির ভিত্তি অবৈধ চুক্তি,তাই এটি constructive liability তৈরি করে না।

অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি:

(ক) যে ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, এবং

(খ) যে ষড়যন্ত্রের উদ্দেশ্য হতে এমন অপরাধ করা যার শাস্তি—

১. মৃত্যুদণ্ড; বা

২.যাবজ্জীবন কারাবাস; বা

৩. দুই বৎসর বা ততোধিক সময়ের জন্য সশ্রম কারাদণ্ড।

(গ) সেই ব্যক্তি সহায়তাকৃত অপরাধের সমান শাস্তি পাবে।

(ঘ) তবে আলোচ্য দণ্ডবিধিতে অন্য স্পষ্ট বিধান থাকলে তা কার্যকর হবে;এবং

(ঙ) যে ব্যক্তি এমন অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে যার উদ্দেশ্য হচ্ছে উপরে বর্ণিত দণ্ডের দণ্ডনীয় অপরাধ ব্যতীত অন্য অপরাধ করা সেই ব্যক্তি অনধিক ছয় মাসের কারাদণ্ড, অথবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে।

[দণ্ডবিধি আইনের ১২০(খ)]