অনুচ্ছেদ রচনা : দ্রব্যমূল্য বৃদ্ধি


অনুচ্ছেদ রচনা : দ্রব্যমূল্য বৃদ্ধি 


আজকের বিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি একটি আলােচিত বিষয়। প্রতিনিয়ত বাড়ছে খাদ্যসহ নিত্য প্রয়ােজনীয় সব পণ্যের দাম । দ্রব্যমলের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা দিচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ নানাবিধ মৌলিক চাহিদার ব্যাপক সংকট । নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ শ্রমজীবী মানুষের জীবনে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি এক অশনিসংকেত বহন করছে । জীবনযাত্রার ব্যয়ভার বহন করতে বড়াে হিমশিম খাচ্ছে এ সকল সাধারণ মানুষ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) মতে, ২০১১ সালের জানুয়ারিতে বিশ্বে খাদ্যের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। এ সংস্থার পরিচালিত জরিপে দেখা যাচ্ছে মূল্যসূচক অনুযায়ী এ সময় মৌলিক খাবারের দাম বেড়েছে ২৩১ পয়েন্টে। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত এটাই মূল্যবৃদ্ধির শীর্ষে। এ ছাড়াও বিশ্ববাজারে সয়াবিন তেল, চিনি, চালসহ নিত্য প্রয়ােজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। পৃথিবীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নানামাত্রার গবেষণা পরিচালিত হচ্ছে। সম্পদের অসম বণ্টন দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ। পৃথিবীব্যাপী যুদ্ধবিগ্রহ, পারমাণবিক অস্ত্রের প্রতিযােগিতা ইত্যাদিও দ্রব্যমূল্যের বৃদ্ধিকে উৎসাহিত করছে। এছাড়াও বিশ্বে উন্নত রাষ্ট্রগুলাের সাম্রাজ্যবাদী আচরণে নিম্ন আয়ের দেশের মানুষ অসহায় হয়ে পড়ছে। বিশ্বায়নের নামে চলছে শাসন আর শােষণের মহড়া। উন্নত ধনী দেশগুলাের উন্মুক্ত শিল্প-বাণিজ্য আর ভােগবিলাসী জীবনযাপন, মাত্রাতিরিক্ত পরিবেশ-বিপর্যয়, জলবায়ুর দ্রুত গতিতে পরিবর্তন, কৃষিজমির পরিমাণ দ্রুত হ্রাস এইসব দ্রব্যমূল্য বৃদ্ধির অবিচ্ছেদ্য অঙ্গ । বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির চ্যালেঞ্জ মােকাবেলায় বাংলাদেশে সৃষ্টি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা । দেশের জনসংখ্যা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর পরিবর্তনে খাদ্যসহ অন্যান্য নিত্যপ্রয়ােজনীয় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে । অপরিকল্পিত নগরায়ণ, মাত্রাতিরিক্ত রাসায়নিক সার প্রয়ােগ উৎপাদন-ব্যবস্থাকে ধীরে ধীরে পঙ্গু করে দিচ্ছে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ’ হলেও কৃষি যেমন শিক্ষিত যুবকদের পেশা হিসেবে স্বীকৃতি পায়নি, তেমনি প্রায় সর্বত্রই চাষাবাদ চলছে সেকেলে পদ্ধতিতে। এছাড়াও রাজনৈতিক অস্থিরতার দফায় দফায় হরতাল, অবরােধ, দ্রব্যমূল্য বৃদ্ধির মাত্রা বাড়িয়ে দিচ্ছে। সীমাহীন সুদ, ঘুষ আর দুর্নীতিতে বেসামাল আমাদের অর্থনীতি । আমাদের সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল চালিকাশক্তি বিদ্যুৎ। অথচ এর সুষ্ঠু সংযােগ ও ব্যবহার নিশ্চিত হয়নি, তেমনি উপযুক্ত কারণ ছাড়াই বাড়ছে বিদ্যুতের দাম । এর ধারাবাহিকতা রক্ষা করতে বিভিন্ন ক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়াই এখন স্বাভাবিক ঘটনা হয়েছে । নােবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে, দ্রব্যমূল্য বৃদ্ধির উর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য উৎপাদন বাড়াতে হবে। তবে আমরা হতাশ হব না, কেননা ইতােমধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে । সেগুলাের যথাযথ বাস্তবায়ন হলে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব । এর জন্য ব্যবসায়ী মহলেরও সহযােগিতা প্রয়ােজন।

অনুচ্ছেদ রচনা