প্রশ্নঃ অনিবার্য দুর্ঘটনা এবং দৈব ঘটনার মধ্যে পার্থক্য দেখাও।
উত্তরঃ অনিবার্য দুর্ঘটনা এবং দৈব ঘটনার মধ্যে পার্থক্যঃ যথাসাধ্য সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও যে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় তাকে অনিবার্য দুর্ঘটনা বলে।
দৈব ঘটনা হচ্ছে এমন কোন প্রাকৃতিক ঘটনা যা পূর্ব হতে অনুমান করা যায় না এবং যা প্রতিরোধ করা সম্ভব নয়। দৈব ঘটনার প্রধান বৈশিষ্ট্য হলো সেখানে মানুষের হস্তক্ষেপ অনুপস্থিত, প্রাকৃতিক কার্যকলাপের প্রত্যক্ষ ফল। কিন্তু অনিবার্য দুর্ঘটনায় প্রকৃতির কোন কিছু জড়িত থাকে না, মানুষের কার্যাবলী হতেই এটার উদ্ভব ঘটে।
সামুদ্রিক ঝড়ে তাড়িত হয়ে কোন জাহাজ চড়ায় উঠলে তা দৈব ঘটনা বলা যায়। কিন্তু কুয়াশায় আচ্ছন্ন হয়ে ভুল করে জাহাজের কাপ্তান জাহাজকে চড়ায় উঠালে তা দৈব ঘটনা নয় মানুষের কাজ এবং এটা অনিবার্য দুর্ঘটনা হতে পারে।
বজ্রপাত হয়ে ঘরে আগুন লাগলে তা নিঃসন্দেহে দৈব ঘটনা, কিন্তু বৈদ্যুতিক তারে সর্ট সার্কিট হতে আগুন লাগলে দৈব ঘটনা নয় অনিবার্য দুর্ঘটনা।
দৈব ঘটনার ক্ষেত্রে বিবাদীর আত্মপক্ষ সমর্থনের জন্য প্রমাণ করতে হবে যে, এরূপ দৈব ঘটনা অভূতপূর্ব এবং এর প্রচণ্ডতা এত ভয়ঙ্কর যে যথাযথ সাবধানতা অবলম্বন করলেও এর প্রতিরোধ করা সম্ভব হতো না। কিন্তু অনিবার্য দুর্ঘটনার ক্ষেত্রে বিবাদীর আত্মরক্ষার জন্য প্রমাণ করতে হবে যে, তার সাবধানতা অবলম্বনের কোন ত্রুটি ছিল না এবং কোন যুক্তিযুক্ত মানুষের পক্ষে ঐ পরিস্থিতিতে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।
Leave a comment