একটি তাপসহ কাঁচনলে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত লৌহ চূর্ণের উপর দিয়ে শুষ্ক ক্লোরিন গ্যাস চালনা করলে কালো বর্ণের অনার্দ্র ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়।
2Fe(s) + Cl₂ —-> 2FeCl₃
উৎপন্ন ফেরিক ক্লোরাইড ঊর্ধপাতিত হয়ে গ্রাহক পাত্রে দানাদার অধঃক্ষেপ হিসেবে সংগৃহীত হয়।
Leave a comment