প্রশ্নঃ অধিকার ও কর্তব্যের সম্পর্ক ব্যাখ্যা কর।
অথবা, অধিকার কিভাবে কর্তব্যের সাথে সম্পর্কিত?

ভূমিকাঃ অধিকার ও কর্তব্য পরস্পর আদা-আদিভাবে জড়িত। সামাজিক হিসেবে মানুষ সমাজে কতগুলো অধিকার ভোগ করে থাকে। মানুষ অধিকার ভোগ করলে তাকে কিছু কর্তব্যও পালন করতে হয়। বলা যায় ন্যায় সংগতভাবে কোনো কিছু পাওয়া বা পাওয়ার বৈধ ও আইনগত সুযোগ সুবিধা পাওয়াকে অধিকার বলা হয়। মানুষের নৈতিক আদর্শ অনুসারে যেসব কাজ করা হয় সেগুলোই কর্তব্য। এজন্য বলা হয় অধিকার ও কর্তব্য বিষয়টি পরস্পর পরস্পরের সাথে সম্পৃক্ত।

অধিকার ও কর্তব্যের সম্পর্কঃ অধিকার ও কর্তব্য পারস্পরিক সম্পর্কীত নিম্নে এদের মধ্যকার সম্পর্ক আলোচনা করা হলোঃ

১. অধিকার ও কর্তব্য নৈতিক নিয়মের উপর প্রতিষ্ঠিতঃ অধিকার ও কর্তব্য বিষয়টি একে অপরের সাথে সম্পৃক্ত। কোনো কিছু পাওয়ার বা কোনো কাজ করার যুক্তিসংগত দাবিকে অধিকার বলা হয়। অধিকার ভোগ করার পর মানুষের কতগুলো কর্তব্য পালন করতে হয়। অধিকার এবং কর্তব্য উভয় নৈতিক বাধ্যবাধকতার সাথে জড়িত।

২. অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীলঃ অধিকার ও কর্তব্য একটি বিষয় অপরটির সাথে স্পষ্টভাবে জড়িত। অধিকার মানুষ সমাজ ও রাষ্ট্র থেকে লাভ করে। আর অধিকার লাভ করলেই মানুষ কর্তব্য পালনে এগিয়ে আসে, কেননা তখন সে চিন্তা করে যেহেতু সে সমাজ ও রাষ্ট্র থেকে কিছু অধিকার লাভ করেছে। তার কর্তব্য পালন করা উচিত এজন্য বলার অধিকার ও কর্তব্য বিষয়টি পরস্পরিক নির্ভরশীল।

৩. অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরকঃ অধিকার ও কর্তব্য উভয় একে অপরের পরিপূরক। একটি ছাড়া অন্যটি অচল প্রায় । অধিকার লাভ করা ছাড়া কর্তব্য পালন সম্ভব নয়।

৪. অধিকার ও কর্তব্য উভয় সমাজ সংশ্লিষ্টঃ অধিকার ও কর্তব্য উভয় সমাজ সংশ্লিষ্ট একথা সত্য সমাজে মানুষ বসবাস করলে তাকে কতগুলো অধিকার দিতে হয়। আর এ অধিকার মানুষ সমাজ থেকেই প্রথমে ভোগ করে আর সমাজে যেসব অধিকার ভোগ করে। সে অনুযায়ী সমাজের প্রতি তাকে আনুগত্যশীল হতে হয় আর এ আনুগত্যই হলো কর্তব্য। এজন্য বলা হয় অধিকার ও কর্তব্য উভয় সমাজ সংশ্লিষ্ট।

উপসংহারঃ পরিশেষে বলা যায় অধিকার বিষয়টি এমন একটি যা আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ। অধিকার ছাড়া কর্তব্য যেমন পালন করা যায় না। ব্যক্তি অধিকার ভোগ করলেই কর্তব্য পালন করতে উদগ্রীব হবে। এজন্য বলা যায় অধিকার ও কর্তবা বিষয়টি একে অপরের সাথে জড়িত।