অত্যানুকুল চাপঃ  যে চাপে প্রয়োগে বিক্রিয়ার গতি বজায় রেখে সর্বোচ্চ পরিমাণে  উৎপাদ পাওয়া যায়, সে চাপকে অত্যানুকুল চাপ বলা হয়। 

যেমনঃ অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে অত্যানুকুল চাপ হচ্ছে 200 atm. 

এই চাপে অ্যামোনিয়ার উৎপাদন সর্বোচ্চ হয়।