আমাদের প্রতিদিনের জীবনের অতি সহজ কথা অতিপ্রাকৃত জগতের মায়াজাল প্রসারিত করে হঠাৎ একটা সাময়িক মনোবিভাব ঘটানোর প্রেক্ষাপটেই অতিপ্রাকৃত ছোটোগল্পের সৃষ্টি।
সাধারণ বাঙালি জীবনের সাথে অতিপ্রাকৃতের সংযোগসাধন একদিকে বিশেষ সহজ অন্যদিকে কঠিন। তবে যে সুরধর্ম, যে কল্পনার বিভব রবীন্দ্রনাথের অন্যান্য গল্পে নিহিত, অতিপ্রাকৃত ভৌতিক রহস্যাবৃত এ গল্পগুলোতেও সেই সুরধর্ম বিশেষভাবে প্রকাশ পেয়েছে। তাঁর এ শ্রেণির গল্পে প্লট বলতে কিছুই নেই, সমগ্র কাহিনিতে একটা বিশেষ মুড কাজ করেছে। ক্ষুধিত পাষাণ, কঙ্কাল, রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত ছোটোগল্পের উদাহরণ।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।
Leave a comment