অণুর গঠনঃ  একই মৌলের একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে অনু গঠন করে। 

যেমনঃ কার্বন ডাই অক্সাইড (CO₂) অণুতে একটি কার্বন পরমাণু, দুইটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। 

আবার, একটি নাইট্রোজেন পরমাণু তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে অ্যামোনিয়া অণু (NH₃) গঠিত হয়। 

আবার, অক্সিজেনের দুটি পরমাণু দ্বি- বন্ধন দ্বারা যুক্ত হয়ে অক্সিজেন অণু (O₂) গঠন করে। 

অর্থাৎ মৌলের পরমাণুসমূহ রাসায়নিক বন্ধনের মাধ্যমে অনু গঠন করে।