সংক্ষেপে অক্ষয়কুমার দত্তের পরিচয় দাও
অক্ষয়কুমার দত্ত ছিলেন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও আদি ব্রাহ্মসমাজের প্রধান কর্মীপুরুষ। তিনি ১৮২০ সালের ১৫ জুলাই নবদ্বীপের পাঁচমাইল উত্তরে চুপী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন পীতাম্বর দত্ত ও মাতা দয়াময়ী দেবী।
অক্ষয়কুমার দত্ত দক্ষ ছিলেন সংস্কৃত, ইংরেজি ও ফারসি ভাষায় এবং এছাড়া গ্রিক, ল্যাটিন, হিব্রু ও জার্মান ভাষাতেও তার অল্প বিস্তর অধিকার ছিল। তিনি আমির উদ্দীন মুন্সির কাছে আরবি ও ফারসি শেখেন।
১৮৩৮ সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত এর সঙ্গে পরিচয় হলে তিনি অক্ষয়কুমার দত্তকে সংবাদ প্রভাকর পত্রিকায় প্রবন্ধ লিখতে উৎসাহিত করেন। এ পত্রিকায় নিয়মিত লেখার সূত্রেই দেবেন্দ্রনাথ ঠাকুর এর সঙ্গে অক্ষয়কুমার দত্তের পরিচয় হয়। ১৮৩৯ সালের ৬ অক্টোবর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হলে ২৬ ডিসেম্বর তিনি এ সভার সভ্য হন। পরের মাসেই তিনি এ সভার সহকারী সম্পাদক নির্বাচিত হন। ১৮৪০ সালের ১৩ জুন কলকাতায় এ সভার উদ্যোগে তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠিত
হয়। তিনি এ পাঠশালার শিক্ষক নিযুক্ত হন। তিনি পড়াতেন ভূগোল ও পদার্থবিদ্যা।
অক্ষয়কুমার দত্ত প্রায় ১১টির মতো গ্রন্থ রচনা করেন সেগুলো হলো অনঙ্গমোহন, ভূগোল, বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার, প্রথম ভাগ (১৮৫১), দ্বিতীয় ভাগ (১৮৫৩), পদার্থবিজ্ঞান, চারুপাঠ, প্রথম ভাগ (১৮৫২), দ্বিতীয় ভাগ (১৮৫৪), তৃতীয় ভাগ (১৮৫৯), ধর্মনীতি ও ভারতীয় উপাসক সম্প্রদায় প্রথম ভাগ (১৮৭০), দ্বিতীয় ভাগ (১৮৮৩) বিশেষভাবে উল্লেখযোগ্য।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।
Leave a comment