৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সঠিক সমাধানের পোষ্টে আপনাদের সবাইকে স্বাগতম । আপনারা সবাই জানেন যে ২০২৪ সালের বিসিএসের ৪৬ তম প্রিলিমিনারি পরিক্ষা আজ ২৬-০৪-২০২৪ তারিখে সকাল ১০টায় সারা দেশে অনুষ্ঠিত হয়েছে । এখন আপানারা যদি এই বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার প্রশ্নের সমাধান এবং সমাধানের pdf পেতে চান তাহলে এই ব্লগ পোষ্টটি আপনারি জন্য । পরীক্ষার ফরম্যাট সম্পর্কে (Know the Exam Format): 46 তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফরম্যাট সম্পর্কে আপমাদের স্পষ্ট ধারণাটা থাকা জরুরি। এটি সাধারণত ২০০ মার্কের একটি একক MCQ (বহু উত্তরের প্রশ্ন) পরীক্ষা। পরীক্ষায় সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলি, ইংরেজি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা এবং সাধারণ বিজ্ঞান সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকে। প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত মার্ক বণ্টন থাকে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নির্দিষ্ট একটি কাট-অফ মার্ক অর্জন করতে হবে, যা প্রতিযোগিতার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান কেন প্রয়োজনঃ যেহেতু বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষায় ভালো করার জন্য বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র সমাধানের কোন বিকল্প নেই।তাই বিসিএস প্রস্তুতি শুরু করার প্রাথমিক পর্যায়েই আমরা পরীক্ষার্থীদের বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধানের পরামর্শ দিয়ে থাকি। কারণ বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করলেই বিসিএস পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে ধারনা পাওয়া যায় যা পরবর্তীতে বিসিএস প্রস্তুতিকে অনেক সহজ করে তুলে। পরীক্ষার তারিখঃ ২৬ এপ্রিল ২০২৪ , মোট নম্বরঃ ২০০ ।গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী:

পরীক্ষার তারিখঃ ২৬ এপ্রিল ২০২৪
পরীক্ষার সময়সূচীঃ সকাল ১০-১২টা
মোট নম্বরঃ  ২০০
মোট আবেদনকারীঃ ৩,৩৮,০০০ জন ।

৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান পিডিএফ সহ

 

46 bcs preliminary question solution pdf

বাংলা অংশের সমাধান

১.বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে?

ক. আ

খ. এ
গ. উ
ঘ. ও

উত্তরঃ গ. উ

২. বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ –

ক. তৎসম  খ. তদ্ভব

গ. দেশি খ. তদ্ভব ঘ. বিদেশি

উত্তরঃ গ. দেশি

৩. ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থের রচয়িতা-

ক. মুহম্মদ আবদুল হাই
খ. মুহম্মদ শহীদুল্লাহ্
গ. মুনীর চৌধুরী
ঘ. মুহম্মদ এনামুল হক

উত্তরঃ ক. মুহম্মদ আবদুল হাই

৪. বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি?

ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি

উত্তরঃ খ. ২টি

৫. যোগরূঢ় শব্দ কোনটি?

ক. কলম
খ. মলম
গ. বাঁশি
ঘ. শাখামৃগ

উত্তরঃ ঘ. শাখামৃগ

৬. উপসর্গযুক্ত শব্দ-

ক. বিদ্যা
খ. বিদ্রোহী
গ. বিষয়
ঘ. বিপুল

উত্তরঃ খ. বিদ্রোহী

৭. বিভক্তিযুক্ত শব্দ কোনটি?

ক. সরোবরে
খ. চশমা
গ. সরোজ
ঘ. চম্পক

উত্তরঃ ক. সরোবরে

৮. কোনটি প্রত্যয়-সাধিত শব্দ?

ক. ভাইবোন
খ. রাজপথ
গ. বকলম
ঘ. ঐকিক

উত্তরঃ ঘ. ঐকিক

৯. ‘শিরশ্ছেদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ-

ক. শির+ছেদ
খ. শিরঃ+ছেদ
গ. শিরশ্+ছেদ
ঘ. শির+উচ্ছেদ

উত্তরঃ খ. শিরঃ+ছেদ

১০. ‘নীলকর’ কোন সমাসের দৃষ্টান্ত?

ক. দ্বন্দ্ব
খ. বহুব্রীহি
গ. নিত্য
ঘ. উপপদ তৎপুরুষ

উত্তরঃ ঘ. উপপদ তৎপুরুষ

১১. ‘Pedagogy’ শব্দের পরিভাষা-

ক. সহশিক্ষা
খ. নারীশিক্ষা
গ. শিক্ষাতত্ত্ব
ঘ. শিক্ষানীতি

উত্তরঃ গ. শিক্ষাতত্ত্ব

১২. ‘বঙ্কিম’ এর বিপরীত শব্দ কোনটি?

ক. বন্ধুর
গ. সুষম
খ. অসম
ঘ. ঋজু

উত্তরঃ ঘ. ঋজু

১৩. বাংলা একাডেমি ‘প্রমিত বাংলা বানানের নিয়ম’ কত সালে প্রণীত হয়?

ক. ১৯৯০
খ. ১৯৯২
গ. ১৯৯৪
ঘ. ১৯৯৬

উত্তরঃ খ. ১৯৯২

১৪. কোন বানানটি শুদ্ধ?

ক. মুলো
খ. মুলা
গ. ধুলি
ঘ. ধূলো

উত্তরঃ ক. মুলো এবং খ. মুলা দুইটাই সঠিক

১৫. নদী’র সমার্থ শব্দ কোনটি?

ক. সিন্ধু
খ. হিল্লোল
গ. তটিনী
ঘ. নির্ঝর

উত্তরঃ গ. তটিনী

১৬. চর্যাপদের কবিরা ছিলেন-

ক. মহাঘানী বৌদ্ধ
খ. বজ্রঘানী বৌদ্ধ
গ. বাউল
ঘ. সহজঘানী বৌদ্ধ

উত্তরঃ ঘ. সহজঘানী বৌদ্ধ

১৭. ‘শূন্যপূরাণের’ রচয়িতা-

ক. রামাই পণ্ডিত
খ. হলায়ুধ মিশ্র
গ. কাহ্নপা
ঘ. কুক্কুরীপা

উত্তরঃ ক. রামাই পণ্ডিত

১৮. বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?

ক. শ্রীচৈতন্যদেবের জন্মস্থান
খ. বড়ু চণ্ডীদাসের জন্মস্থান
গ. চর্যাপদের প্রাপ্তিস্থান 

ঘ. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান

উত্তরঃ ঘ. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান

১৯.’যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।’ কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?

ক. নূরনামা
গ. মধুমালতী
খ. নসিহতনামা
ঘ. ইউসুফ-জুলেখা

উত্তরঃ ক. নূরনামা

২০. আলাওল কোন শতাব্দীর কবি?

ক. পঞ্চদশ
গ. সপ্তদশ
খ. ষোড়শ
ঘ. অষ্টাদশ

উত্তরঃ গ. সপ্তদশ

২১. কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?

ক. রবীন্দ্র সংগীত
খ. নজরুল সংগীত
গ. ভাটিয়ালি গান
ঘ. বাউল গান

উত্তরঃ ঘ. বাউল গান

২২.চণ্ডীচরণ মুন্সী কে?

ক. শ্রীরামপুর মিশনের লিপিকার
খ. ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
গ. কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা
ঘ. সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক

উত্তরঃ খ. ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত

২৩. ‘রত্নপরীক্ষা’ গ্রন্থের রচয়িতা-

ক. রামমোহন রায়
খ. অক্ষয়কুমার দত্ত
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. রাধানাথ শিকদার

উত্তরঃ গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২৪. স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-

ক. দ্বারকানাথ ঠাকুর
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. রথীন্দ্রনাথ ঠাকুর
ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ খ. দেবেন্দ্রনাথ ঠাকুর

২৫. ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?

ক. কমলাকান্ত
খ. লোকরহস্য
গ. মুচিরাম গুড়ের জীবনচরিত
ঘ. যুগলাঙ্গুরীয়

উত্তরঃ ক. কমলাকান্ত

২৬, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদক-

ক. জশুয়া মার্শম্যান
খ. ডেভিড হেয়ার
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. মাইকেল মধুসূদন দত্ত 

উত্তরঃ ঘ. মাইকেল মধুসূদন দত্ত 

২৭. ‘রঞ্জন’ চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?

ক. বিসর্জন
গ. মুক্তধারা
খ. রক্তকরবী
ঘ. ডাকঘর

উত্তরঃ খ. রক্তকরবী 

২৮. ‘তৈল’ প্রবন্ধটি লিখেছেন-

ক. সুকুমার রায়
গ. শিবনারায়ণ রায়
খ. রমেশচন্দ্র মজুমদার
ঘ. হরপ্রসাদ শাস্ত্রী

উত্তরঃ ঘ. হরপ্রসাদ শাস্ত্রী

২৯. ‘নাম রেখেছি কোমল গান্ধার’ কাব্যের রচয়িতা-

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অমিয় চক্রবর্তী
খ. বিষ্ণু দে
ঘ. প্রেমেন্দ্র মিত্র

উত্তরঃ খ. বিষ্ণু দে

৩০. ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’- গানটির রচয়িতা-

ক. কাজী নজরুল ইসলাম
খ. গোলাম মোস্তফা
গ. জসীমউদ্দীন
ঘ. আব্বাস উদ্দীন আহমদ

উত্তরঃ ক. কাজী নজরুল ইসলাম

৩১. শামসুর রাহমানের রচিত উপন্যাস-

ক. পতঙ্গ পিঞ্জর
খ. প্রেম একটি লাল গোলাপ
গ. রৌদ্র করোটিতে
ঘ. অদ্ভুত আঁধার এক
উত্তরঃ ঘ. অদ্ভুত আঁধার এক
 
৩২. সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-

ক.অস্তিত্ববাদ
খ. অভিব্যক্তিবাদ
গ. পরাবাস্তববাদ
ঘ. দ্বৈতাদ্বৈতবাদ
উত্তরঃ ঘ. দ্বৈতাদ্বৈতবাদ
 
৩৩. ‘পৃথক পালঙ্ক’ কাব্যগ্রন্থের কবি –

ক.আল মাহমুদ
খ. রফিক আজাদ
গ. আবুল হাসান
ঘ. আবুল হোসেন
উত্তরঃ গ. আবুল হাসান
 
৩৪. কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?

 
ক. জ্যোতিপ্রকাশ দত্ত
খ. রিজিয়া রহমান
গ. শহীদুল জহির
ঘ. দিলারা হাশেম
উত্তরঃ গ. শহীদুল জহির
 
৩৫. ‘একুশ মানে মাথা নত না করা’ -এই অমর পঙ্ক্তির রচয়িতা-
 
ক. আবদুল গাফফার চৌধুরী
খ. আবুল ফজল
গ. মুনীর চৌধুরী
ঘ. সিরাজুল ইসলাম চৌধুরী
উত্তরঃ খ. আবুল ফজল
 

বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার মান বন্টন

বিষয় নম্বর
বাংলা ভাষা ও সাহিত্য ৩৫
ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫
বাংলাদেশর বিষয়াবলী ৩০
আন্তর্জাতিক বিষয়াবলী ২০
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০
সাধারণ বিজ্ঞান ১০
কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি ১৫
গাণিতিক যুক্তি ১৫
মানসিক দক্ষতা ১৫
নৈতিকতা ও সুশাসন ১০
মোট ২০০

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • বিসিএস প্রিলিমিনারি ফলাফলের পর, বিপিএসসি বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করবে। এ বছর BPSC কর্তৃপক্ষ পরীক্ষার হলে সব ধরনের ক্যালকুলেটর এবং অন্যান্য বই, সংবাদপত্র, যেকোনো ধরনের ডিভাইস নিষিদ্ধ করেছে।
  • প্রত্যেক আবেদনকারীকে প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। আপনি যদি আপনার ৪৬ বিসিএস প্রবেশপত্র ডাউনলোড না করেন তবে আপনি এখানে ক্লিক করে এটি ডাউনলোড করতে পারেন।
  • পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলের বাইরে যেতে পারবে না।
  • গুরুত্বপূর্ণ পয়েন্ট হল প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর কাটা হবে। তাই ভুল উত্তর সম্পর্কে সতর্ক থাকুন।