উত্তর : নারীর প্রতি অবহেলা, সামাজিক লাঞ্ছনা প্রভৃতির বিরুদ্ধে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী নারীর বিদ্রোহ নিয়ে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্ত্রীর পত্র’ গল্প। একজন নারীর অন্তর্দাহনের চিত্র ফুটে উঠেছে ‘স্ত্রীর পত্র’ গল্পে। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, নারীর অবস্থান কেমন ছিল তাই ফুটে উঠেছে আলোচ্য গল্পে। আমাদের সামাজিক বাস্তবতায় একজন নারীকে বুদ্ধির মানদণ্ডে কখনো বিচার করা হয় না। সুন্দরের ভিত্তিতে তাকে মূল্যায়ন কর। হয়। তারপর একদিন রূপের কথা ভুলে যায়। ফলে পদে পদে নারীকে হতে হয় অবহেলিত এবং নির্যাতিত। তবে নারীর মধ্যেও যে একটি সুপ্তমন এবং প্রতিভা, বিদ্রোহ বিরাজ করে তা গল্পকার মৃণাল চরিত্রের মধ্য দিয়ে প্রতীকায়িত করেছেন আলোচ্য গল্পে।
Leave a comment