স্টার্ক প্রভাবঃ বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা গুলি একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয় একে স্টার্ক প্রভাব বলে।
পরমাণুতে ইলেকট্রন প্রবাহের কারণে বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়।
জিম্যান প্রভাবঃ পরমাণুতে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয় একে জিম্যান প্রভাব বলে।
পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ এবং নিউক্লিয়াসের বাহিরে শক্তিস্তরে ঋণাত্মক চার্জিত ইলেকট্রন বিদ্যামান থাকে। ধনাত্মক চার্জ ও ঋণাত্মক চার্জ এরমধ্যে আকর্ষণের মাধ্যমে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়।
Leave a comment