সেলাই করা সূচ কে নারিকেল তেলে ডুবিয়ে রাখা হয় কেন?
লোহা বা লোহার তৈরি জিনিসপত্র বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শে মরিচা সৃষ্টি করে। যার কারণে লোহা ক্ষয়প্রাপ্ত হয়।
Fe +O₂+ H₂O ——>Fe₂O₃ .nH₂O
সেলাই করার সূচ নারিকেল তেলে ডুবিয়ে রাখা হয়। কারণ সূচ যাতে বাতাসের অক্সিজেন ও জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে মরিচা পড়ে ক্ষয়প্রাপ্ত না হয়।
Leave a comment