উদ্দিষ্ট ব্যক্তি: মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পের উল্লিখিত অংশে সে বলতে উচ্ছব নাইয়ার কথা বলা হয়েছে।


উদ্দিষ্ট সন্ধ্যা : গল্পে বর্ণিত দুর্যোগের রাতে অর্থাৎ মাতলার বন্যায় যে রাতে উচ্ছব তার পরিবারকে হারিয়েছিল সেদিনই সন্ধেয় উচ্ছব অনেকদিন পরে পেট ভরে খেয়েছিল।


ঘটে যাওয়া ঘটনাগুলি : হিঞ্জে সিদ্ধ, গুগলি সিদ্ধ, নুন আর লঙ্কা পােড়া দিয়ে উচ্ছব তার অনেকদিন অপেক্ষার আহার গ্রহণ করে। খেতে খেতে তার স্ত্রী, অর্থাৎ চন্নুনীর মা দুর্যোগের প্রসঙ্গে বলে—”দেবতার গতির ভালাে নয়কো।” যারা নৌকা নিয়ে নদীতে গিয়েছে তাদের জন্যও সে দুশ্চিন্তা প্রকাশ করে। এরই মধ্যে দুর্যোগ যেন তার ঘরের মধ্যে চলে আসে। উচ্ছব প্রাণপণে ঘরের মাঝখুঁটিটা মাটির দিকে ধরে রাখার চেষ্টা করে, আর ভগবানকে ডেকে চলে। বিদ্যুতের চকিত আলােয় দেখা যায় মাতলার সফেন জল ঘরের ভিতর ছুটে আসছে। তারপরে সর্বনাশকে আর আটকানাে যায়নি। বন্যার জলে ভেসে গেল তার স্ত্রী-সন্তানেরা। যখন জলে নেমে গেল, উচ্ছব তখন সর্বহারা। তার সংসার “মাটিতে লুটোপুটি গেল।” উচ্ছব গাছে আটকে গিয়ে প্রাণে বেঁচে যায়। কিন্তু মানসিক স্থিরতা হারিয়ে কিছুদিন পাগলের মতাে তার স্ত্রী-সন্তানদের খুঁজে চলে।

গরিবের গতর এরা শস্তা দেখে।—কে, কাদের সম্পর্কে মন্তব্যটি করেছে? মন্তব্যটির প্রেক্ষাপট আলােচনা করাে। 


তুমি কী বুঝবে সতীশবাবু।- সতীশবাবু কী বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল? 


নইলে দেহে ক্ষমতা ছিল না।- কার দেহে ক্ষমতা ছিল না? কেন ক্ষমতা ছিল না? 


কি হয়েছে বাবু?- কে এই প্রশ্নটি করেছিল? প্রসঙ্গ উল্লেখ করাে। 


মারতে মারতে উচ্ছবকে ওরা থানায় নিয়ে যায়।- কারা, কেন উচ্ছবকে মারতে মারতে থানায় নিয়ে যায়? 


বাদার ভাত খেলে তবে তাে সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন।—বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কী? 


আসল বাদাটার খোজ করা হয় না আর উচ্ছবের।—উচ্ছবের পরিচয় দাও। তার পক্ষে আসল বাদাটার খোঁজ করা হয়ে ওঠেনি কেন? 


ঝড়জল-বন্যার রাতের আকস্মিক আঘাত উচ্ছবের মনােজগতে কী কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, তা ভাত ছােটোগল্প অবলম্বনে লেখাে। 


মহাশ্বেতা দেবীর ভাত ছােটোগল্পে যে হােমযজ্ঞ হয়েছিল, তার বর্ণনা দাও। 


মহাশ্বেতা দেবীর ভাত ছােটোগল্পে বুড়ােকর্তার মৃত্যুর পর বড়াে বাড়িতে কী কী ঘটনা ঘটেছিল? 


মহাশ্বেতা দেবীর ভাত ছােটোগল্প অবলম্বনে বুড়ােকর্তার চরিত্র বিশ্লেষণ করাে। 


মহাশ্বেতা দেবীর ভাত ছােটোগল্প অবলম্বন করে বড়ােপিসিমার চরিত্র আলােচনা করাে। 

Bangla সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)