সালফার ট্রাই অক্সাইডের অম্লধর্মী নিম্নরূপঃ 

সালফার ট্রাই অক্সাইড একটি অম্লধর্মী অক্সাইড। 

কারণ- এটি পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক এসিড উৎপন্ন করে। এই সালফিউরিক অ্যাসিড পানিতে প্রোটন আয়ন উৎপন্ন করে। যা নীল লিটমাসকে লাল করতে পারে। 

SO₃ + H₂O —-> H₂SO₄

H₂SO₄(aq) <—–> H+(aq) + HSO₄-(aq)

নীল লিটমাস + H+ ——> লাল লিটমাস

আবার, সালফার ট্রাই অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। 

SO₃ +2NaOH —–>Na₂SO₄+H₂O

এজন্য বলা যায়, সালফার ট্রাই অক্সাইড একটি অম্লধর্মী অক্সাইড।