যে রাসায়নিক ব্যালেন্সে তুলাদণ্ডের মাঝখানে শূন্য দাগ রেখে ডান ও বাম উভয় পাশে পঞ্চাশটি করে দাগ থাকে সেই ব্যালেন্সকে সারটোরিয়াসের ব্যালেন্স বলে।  

সারটোরিয়াস ব্যালেন্সের সাহায্যে সর্বনিম্ন 0.0001g পরিমাণ ওজন নির্ণয় করা যায়।